Road will be completely closed
পাঁচ দিন যান চলাচল বন্ধ থাকবে, বিশদ জানতে ক্লিক করুন
Bengal Times News, 14 September 2023
জগন্নাথ ভৌমিক, দুর্গাপুর : কুনুর নদীর উপর সেতুর পুনরুদ্ধার কাজের কারণে পানাগড় ইলামবাজার রোড (SH-14) আগামী ২৬ সেপ্টেম্বর সকাল থেকে ৩০ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। আসানসোল হাইওয়ে ডিভিশনের পূর্ত সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট সকল আধিকারিক কে বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইলামবাজার টোল প্লাজা থেকে আসা দুর্গাপুরগামী বাসগুলি রঘুনাথপুর থেকে রঘুনাথপুর মলানদীঘি রোড হয়ে মলানদীঘি পর্যন্ত যাবে এবং তারপরে জয়দেব মুলন্দিতে শিবপুর রোড হয়ে শিবপুর আন্ডারপাস হয়ে মুচিপাড়া (NH-19] এবং তদ্বিপরীত হবে। প্রয়োজনীয় ট্র্যাফিক ডাইভার্সন ট্রাফিক নিয়ন্ত্রণ করবে এডিপিসি।
জানা গেছে, কোনো অবস্থাতেই ইলামবাজার টোল প্লাজা থেকে কাঁকসা/দুর্গাপুর অভিমুখে কোনো পণ্যবাহী যান বা তার বিপরীতে শুধুমাত্র ছোট যান/জরুরী যান/বাস/ভলভোকে অনুমতি দেওয়া যাবে না। ট্রাফিক ADPC এর সাথে পরামর্শ করে SH14-এ পানাগড় ইলামবাজার রোডের প্রবেশ পয়েন্টে রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখার জন্য যথাযথ নির্দেশিকা প্রদর্শন প্রদান করা হবে। পণ্যবাহী যান/ছোট যান/বাসের জন্য c/w রুট-ডাইভারশনে প্রয়োজনীয় চিহ্ন বসাতে হবে
কুনুর ব্রিজের উপর দিয়ে জরুরী ভিত্তিতে একটি ছোট প্রস্থের পথচারী পথ তৈরি করা হবে যার জন্যই ট্রাফিক কন্ট্রোলর ব্যবস্থা করা হচ্ছে।
ছবি : প্রতিকী