SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

UIT ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব টেকনোলজি গোলাপবাগে র‍্যাগিং বিরোধী সচেতনতা আলোচনা


 

     UIT     


ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব টেকনোলজি গোলাপবাগে র‍্যাগিং বিরোধী সচেতনতা আলোচনা 


Bengal Times News, 13 September 2023

বেঙ্গল টাইমস নিউজ : ‘র‍্যাগিং বিরোধী সচেতনতা আলোচনা’ অনুষ্ঠিত হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব টেকনোলজি (ইউ-আই-টি) গোলাপবাগে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডেপুটি পুলিস সুপার (ট্রাফিক -২) রাকেশ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বর্ধমান থানার আই-সি সুখময় চক্রবর্তী। 

এই অনুষ্ঠানকে দু’ভাগে ভাগ করা হয়েছিল। প্রথমে এই কলেজে পড়তে আসা প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিসের তরফ থেকে র‍্যাগিং বিরোধী কি কি পদক্ষেপ গ্রহন করা হয়েছে, সেই বিষয়ে, এবং দ্বিতীয় ভাগে কলেজের সিনিয়র ছাত্র-ছাত্রীরা যেন কোনভাবেই র‍্যাগিং-এ অংশ না নেয় এবং যদি কোন না কোনভাবে র‍্যাগিং হয়, তাহলে তাদের কেরিয়ারে কি কি প্রভাব পড়তে পারে, সেই নিয়ে আলোচনা হয়। 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষনে ইউ-আই-টির অধ্যক্ষ এবং অ্যান্টি র‍্যাগিং কমিটির চেয়ারম্যান প্রফেসর অভিজিৎ মিত্র বলেন, গোটা পূর্ব বর্ধমান জেলায় একমাত্র এই কলেজেই প্রথম বর্ষের ছেলেদের হোস্টেল কলেজ ক্যাম্পাস থেকে পুরোপুরি আলাদা এবং তা কলেজ থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত এবং মেয়েদের হোস্টেলেও প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা উইং থাকে ও তাদের সিকিওরিটির কাছাকাছি গ্রাউন্ড ফ্লোরে রাখা হয় যাতে কোনভাবেই সিনিয়ররা এসে র‍্যাগিং করতে না পারে। এছাড়াও ক্লাস চলাকালীন যাতে কোন অসুবিধে না হয়, তার জন্য ক্লাসের দুদিকে দুজন সিকিওরিটি রাখা হয়। কিন্তু এর বাইরেও প্রথম বর্ষের কোন পড়ুয়ার যদি অসুবিধে মনে হয়, তাহলে কলেজ কর্তৃপক্ষকে জানালে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন। উনি এটাও বলেন ইউ-আই-টি ক্যাম্পাসে র‍্যাগিং হয় না, এবং পড়ুয়াদের পড়ায় মনোনিবেশ করার জন্য যা যা সুবিধে থাকা দরকার, সব এই কলেজে আছে। 

ডি-এস-পি রাকেশ চৌধুরীও পড়ুয়াদের অভয়দান করেন এবং বলেন যে সাধারনত কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পুলিস ঢুকতে চায় না। কিন্তু র‍্যাগিং হয়েছে খবর পেলে পুলিস এসে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। যেহেতু রাজ্য সরকার এই বিষয়ে কঠোর মনোভাব নিয়েছে। উনি পড়ুয়াদের ভাল নাগরিক হয়ে উঠতে পরামর্শ দেন।

এরপর সিনিয়র ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অধ্যক্ষ প্রফেসর মিত্র আবার বলেন যে র‍্যাগিং এক মানসিক ব্যাধি যা আমাদের সমাজ থেকে দূর করা দরকার, এজন্য দরকার সিনিয়র জুনিয়র নির্বিশেষে সব পড়ুয়াদের ভেতর বন্ধুত্বপূর্ণ মনোভাব। উনি মনে করিয়ে দেন যে ১৯৯৯ সালে মহামান্য সুপ্রিম কোর্ট, ২০০০ সালে পশ্চিমবঙ্গ সরকার এবং ২০০৯ সালে ইউ-জি-সি এবং এ-আই-সি-টি-ই র‍্যাগিং ব্যান করেছে এবং যথেষ্ট কড়া মনোভাব নিয়েছে, সেটা যেন কেউ ভুলে না যায়। 

এই পর্বে আই-সি সুখময় চক্রবর্তী বলেন যে র‍্যাগিং থামানোর জন্য পূর্ব বর্ধমান পুলিশ প্রশাসন সদাসতর্ক। এই ব্যাধি আইনত দন্ডনীয় এবং মাঝে মাঝে তা ছাত্রছাত্রীদের কেরিয়ার নষ্ট করেও দিতে পারে। ফলে শিক্ষিত সমাজের উচিৎ এই অপরাধ থেকে দূরে থাকা। উনি ইউ-আই-টির অধ্যক্ষকে অনুরোধ করেন যে পড়ুয়াদের সৃজনশীল কাজের ভেতর রাখতে যাতে তারা লেখাপড়ার বাইরে ভাল কাজ নিয়ে ব্যস্ত থাকে।

অনুষ্ঠানে উপরের বক্তারা ছাড়াও ইউ-আই-টির বেসিক সায়েন্স বিভাগের উপপ্রধান, ইলেকট্রনিক্স বিভাগের প্রধান এবং আই-টি বিভাগের প্রধানরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউ-আই-টি অ্যান্টি র‍্যাগিং কমিটির সদস্য দুই সিনিয়র ছাত্রছাত্রী তসনিম আলম ও দেবরাজ সাহা।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad