স্পেন এ বাংলার মুখ্যমন্ত্রী - লা লিগা প্রেসিডেন্ট এর সঙ্গে বৈঠক, সঙ্গে কলকাতার তিন প্রধান
Bengal Times News, 15 September 2023
বেঙ্গল টাইমস নিউজ : রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জী রয়েছেন স্পেন সফরে। শিল্প বানিজ্য লগ্নী টানার পাশাপাশি বাংলা ফুটবলের তিন প্রধান ক্লাব মোহনবাগান, ইষ্টবেঙ্গল ও মহামেডান স্পোটিং ক্লাব এর কর্মকর্তাদের নিয়ে পৌঁছে গেছেন মাদ্রিদে৷ বৈঠক করেছেন স্পেন এর বিখ্যাত লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস এর সঙ্গে। সঙ্গে ছিলেন ভারতে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, বর্তমান মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷ বাংলায় লা লিগা ফুটবল অ্যাকাডেমি গড়ার লক্ষে স্বাক্ষরিত হয়েছে সমঝোতাপত্র।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, বাংলা থেকেই উঠে আসুক মেসি থেকে রোনাল্ডোর মতো ফুটবলাররা।