Paddy marchant agitation
চাষীদের বকেয়া ১০০কোটি টাকা আদায়ে ধান্য ব্যবসায়ী সমিতির বিক্ষোভ সমাবেশ
Bengal Times News, 21 September 2023
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : অনাদায়ী ৮ কোটি ৫০ লক্ষ টাকা আদায়ে সরব বর্ধমান জেলা ধান্য ব্যবসায়ী সমিতি। আজ সংগঠনের পক্ষ থেকে জমায়েত ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হলো শক্তিগড় থানার অন্তর্গত হাটগোবিন্দপুরে অজয় মডার্ন রাইস মিলে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধান্য ব্যবসায়ী সমিতির কর্মকর্তা সহ সদস্য ও চাষীরা।
পশ্চিমবঙ্গ ধান্য ব্যবসায়ী সমিতির রাজ্য কনভেনর বিশ্বজিত মল্লিক জানান, আগামী ২৫ সেপ্টেম্বর অজয় মডার্ন রাইস মিলটির নিলাম অনুষ্ঠিত হবে। এদিন সংগঠনের নেতৃত্ব ও সদস্যারা হুঁশিয়ারি দিয়েছেন, সেই নিলামে যারা অংশ নেবেন তাদের আগে চাষীদের পাওনা টাকা মেটাতে হবে।
তারপর মিল দখল নিতে পারবেন। বিশ্বজিত মল্লিক বলেন, এই মুহুর্তে পূর্ব বর্ধমান জেলায় বন্ধ হয়ে গেছে এমন রাইস মিল কর্তৃপক্ষের কাছে তাদের সদস্যদের অনাদায়ী টাকার পরিমাণ প্রায় একশ কোটি টাকা। এই টাকার বেশিরভাগটাই চাষিদের। এই বিপুল পরিমাণ টাকা অনাদায়ী থাকলে চাষিরা সর্বশান্ত হবেন। সারা বছর আমরা চাষীদের পাশে থাকি, তাই আমরা সেটা হতে দেবো না।
এদিনের আন্দোলনে নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সুকান্ত পাঁজা, সংগঠনের রাজ্য উপদেষ্টা অরবিন্দ পাঁজা, জেলা সভাপতি পাঁচুগোপাল কোনার ও জেলা কোষাধ্যক্ষ সুভাষ মন্ডল প্রমুখ।