Footpaths are for people
ফুটপাত মানুষের চলাচলের উপযোগী করে তুলতে অভিযানে নামছে পৌর কর্তৃপক্ষ
Bengal Times News, 20 September 2023
জগন্নাথ ভৌমিক, আসানসোল : পশ্চিম বর্ধমানে আসানসোল শহরের ফুটপাথগুলি মানুষের চলাচলের উপযোগী করে তুলতে আগামীকাল অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে অভিযানে নামছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের টিম পরিদর্শনে যাবেন। বুধবার এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে সেপ্টেম্বর মাসের পৌর কাউন্সিলরদের বোর্ড মিটিং বুধবার অনুষ্ঠিত হয় আসানসোল পৌর নিগমের সভা কক্ষে। এদিনের এই বোর্ড মিটিংয়ে মেয়র বিধান উপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, সুব্রত অধিকারী সহ অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ফুটপাত মানুষের চলাচলের উপযোগী করে তোলা হবে।
ফুটপাথ ব্যবসায়ীদের জন্য নয়, এটা বোঝাতে মেয়র বিধান উপাধ্যায় এর নেতৃত্বে বিশেষ টিম পরিদর্শনে যাবেন। ফুটপাথ ব্যবসায়ীদের বোঝানো হবে, ব্যবসা এমনভাবে করবেন যাতে কেউ কোনও অসুবিধার সম্মুখীন না হয়।
মেয়র বিধান উপাধ্যায় বলেন, বৈঠকে জনগণকে আরও ভালোভাবে নাগরিক সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ফুটপাথ প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে ব্যবসায়ীরা ঘিরে রেখেছেন। তাদের সেগুলি সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হবে। এদিনের সভায় উন্নয়ন, পরিষেবা সহ অনেক বিষয়ে আলোচনা হয়েছে।
চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল আসানসোল পৌর নিগম এলাকার উন্নয়ন। আসন্ন শারদ উৎসবের মরশুমে পৌর এলাকার নাগরিকদের সুবিধা প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় বসবাসকারী নাগরিক ও অন্যান্যরা যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হন, তা নিশ্চিত করতে সমস্ত কাউন্সিলরদের বলা হয়। বিদ্যুৎ, পানীয় জল থেকে রাস্তাঘাট যাতে ঠিক থাকে তার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, আসানসোলে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর জন্য শহরের বিভিন্ন জায়গায় খননের কাজ করা হচ্ছে। যারফলে শহরবাসীরা অনেক সমস্যায় পড়ছেন।আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই খনন কাজ যেখানেই হোক না কেন উৎসবের মরসুমে যাতে কেউ কোনও সমস্যার সম্মুখীন না হন, সেজন্য রাস্তা মেরামতের দায়িত্ব থাকবে স্থানীয় কাউন্সিলরের।