SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Mera Bill Mera Adhikar "মেরা বিল মেরা অধিকার" চাইলে আপনিও হতে পারেন কোটিপতি


 

Mera Bill Mera Adhikar


 "মেরা বিল মেরা অধিকার" চাইলে আপনিও হতে পারেন কোটিপতি 


Jagannath Bhoumick
Bengal Times News, 5 September 2023

জগন্নাথ ভৌমিক : কোটিপতি হতে চাইলে ক্রেতা সাধারণ সচেতন হোন। কোনও জিনিষ কিনলে, সেই পণ্যের বিল আপনার অধিকার। আর এই অধিকার বুঝে নিতে পারলেই আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি। কোনও গল্প কথা নয়। বাস্তবে এমনই স্কীম এনেছে ভারত সরকার।

সারা দেশের ক্রেতা সাধারণের মধ্যে পণ্য বিল গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ১ সেপ্টেম্বর থেকে চালু করেছে "মেরা বিল মেরা অধিকার' প্রকল্প। বিশদ জেনে আপনিও এই সরকারি প্রকল্পের মাধ্যমে কোটিপতি হওয়ার সুযোগ নিতে পারেন। এর জন্য আপনাকে আলাদা করে কোনও টাকা খরচ করতে হবে না। কোনও জিনিষ কিনলে সেই পণ্যের বিল আপনাকে রাতারাতি বিত্তবান করে তুলতে পারে। তবে জিএসটি বিল চাই। আপনি কোনও জিনিষ কিনলে বিলে জিএসটি নেওয়া হয়। সেই জিএসটি যুক্ত বিল থাকলেই কেল্লা ফতে। শুধু কেন্দ্রীয় সরকারের গাইড লাইন মানলেই কাজ হাসিল।


কিন্তু কি ভাবে করবেন সেই কাজটি ? আসলে মেরা বিল মেরা অধিকার স্কিমটি বিশেষত গ্রাহকদের জন্য চালু করা হয়েছে যাতে তারা সর্বাধিক GST বিল নিতে উৎসাহিত হয়। সম্প্রতি, এই প্রকল্প সম্পর্কে তথ্য দেওয়ার সময়, অর্থ মন্ত্রক বলেছিল যে যারা জিএসটি বিল আপলোড করে তারা ১০ হাজার থেকে ১ কোটি টাকা পুরস্কার পেতে পারে। সরকার ক্রেতাদের ১০ হাজার টাকার ৮০০ টি মাসিক পুরস্কার দেবে। এছাড়া এই স্কিমের অধীনে ১০ লক্ষ টাকার ১০ টি পুরস্কার দেওয়া হবে৷ একই সঙ্গে ৩ মাসের ভিত্তিতে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আগেই বলেছি সরকারের এই পদক্ষেপের পিছনে মূল উদ্দেশ্য হল এটি মানুষকে জিএসটি বিল নিতে উৎসাহিত করতে পারে। এর মাধ্যমে, দোকানদাররা আরও বেশি করে জিএসটি চালান তৈরি করবে এবং এটি ব্যবসায়িক কর বৃদ্ধি করবে।

আপনিও যদি এই স্কিমে অংশ নিতে চান তবে প্রথমে Mera Bill Mera Adhikar অ্যাপটি ডাউনলোড করুন। এছাড়াও আপনি web.merabill.gst.gov.in-এ যেতে পারেন। এখানে আপনি 200 টাকার বেশি বিল আপলোড করতে পারেন। যে কেউ অংশগ্রহণ করতে পারেন। এর জন্য, আপনাকে আপনার দোকানদারের কাছ থেকে একটি নিশ্চিত জিএসটি বিল বা চালান দাবি করতে হবে। এই স্কিমের জন্য তৈরি করা বিশেষ পোর্টালে আপনি মাসে ২৫ টি পর্যন্ত বিল আপলোড করতে পারবেন। আপলোড করা বিলে সরবরাহকারীর GSTIN বিল নম্বর, তারিখ এবং পরিমাণ লিখতে হবে। বিল আপলোড করার সময়, আপনাকে আপনার নাম, মোবাইল নম্বর, রাজ্য এবং শর্তাবলীর স্বীকৃতি ইত্যাদি জমা দিতে হবে। 

এখন দেখে নেওয়া যাক, ভারতের কোন কোন রাজ্যে এই স্কিমটি শুরু হয়েছে। সিবিআইসি তার টুইটে আমার বিল আমার অধিকার সম্পর্কে তথ্য দিয়েছে যে আপনার বিল আপনার অধিকার। এই প্রকল্পটি ১ সেপ্টেম্বর, ২০২৩ থেকে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে এই প্রকল্পটি আসাম, গুজরাট, হরিয়ানা, পুদুচেরি, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলিতে বাস্তবায়িত হয়েছে। 

অনেকে হয়তো ভাবছেন আমার রাজ্যে মেরা বিল মেরা অধিকার এই স্কীমের নাম নেই। হতাশ হওয়ার কোনও কারণ নেই। সব কিছু জেনে তৈরি থাকুন। এরপরেই হয়তো দেখবেন পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা সহ ভারতের সব রাজ্যেই এই স্কীম লাগু হবে।  


মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব পোর্টাল 

মোবাইল অ্যাপ্লিকেশনটি iOS এবং Android উভয় প্ল্যাটফর্মে ডাউনলোডের জন্য উপলব্ধ এবং লিঙ্কগুলি নীচে দেওয়া হল।

Android Link    iOS Link    Web portal access


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad