G-20 Craft Market
নতুন দিল্লিতে জি-২০ কারুশিল্প বাজারে পশ্চিমবঙ্গ থেকে কাঁথা এম্ব্রয়ডারি প্রদর্শিত হবে
Bengal Times News, 6 September 2023
অভিরূপ আচার্য : নতুন দিল্লিতে জি-২০ কারুশিল্প বাজারে পশ্চিমবঙ্গ থেকে কাঁথা এম্ব্রয়ডারি প্রদর্শিত হবে। পিআইবি সূত্রে এই খবর জানা গেছে। নতুন দিল্লিতে জি-২০ সম্মেলনের পাশাপাশি, ৮ থেকে ১০ সেপ্টেম্বর প্রগতি ময়দানের ভারত মন্ডপম – এ একটি ‘কারুশিল্প বাজার’ (প্রদর্শনী তথা বিক্রি)-এর আয়োজন করা হয়েছে। এই কারুশিল্প বাজারে হস্তশিল্পের পণ্য প্রদর্শিত হবে। এখানে পশ্চিমবঙ্গ থেকেও কাঁথা এম্ব্রয়ডারি প্রদর্শিত হবে।
মূলত, ‘এক জেলা, এক পণ্য’ (ওডিওপি) – এর উপর নজর রেখে মহিলা এবং উপজাতি শিল্পীদের তৈরি জিআই ট্যাগ লাগানো পণ্য ও সামগ্রী থাকবে সেখানে। সম্মেলনে যোগ দেওয়া অতিথিবৃন্দ, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই কারুশিল্প বাজার পরিদর্শন করার এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য কেনার সুযোগ পাবেন। এই বাজার শুধুমাত্র বিশ্ব মঞ্চে ভারতের পণ্যকে তুলে ধরবে না, একই সঙ্গে স্থানীয় শিল্পীদের জন্য নতুন আর্থিক ও বাজারের দরজা খুলে দেবে। বস্ত্র মন্ত্রক এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে জি-২০ সচিবালয় এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রায় ৩০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি খাদি গ্রাম ও শিল্প কমিশন এবং ট্রাইফেড, সরস আজীবিকার মতো কেন্দ্রীয় সংস্থাগুলি এই কারুশিল্প বাজারে অংশগ্রহণ করবে।
এখন জেনে নেওয়া যাক কাঁথা এম্ব্রয়ডারি সম্পর্কে। কাঁথা এম্ব্রয়ডারিতে সুঁচের কাজ দেখা যায়। কাপড়ের উপর সেলাইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় একাধিক নকশা। কাঁথা সেলাইয়ের কাজ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মকে শেখানো হয়। ধর্ম থেকে লোকায়ত বিভিন্ন বিষয়ে নকশা কাঁথা এম্ব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। অনেক ক্ষেত্রে এই নকশা দৈনন্দিন জীবন থেকেও নেওয়া হয়। পরম্পরাগতভাবে এই কাঁথাগুলি বিছানার চাদর, দোলনার কাপড়, শাল হিসাবেও ব্যবহৃত হয়। এখন শাড়ি, দোপাট্টা, গজ, ব্যাগের মতো অনেক কিছুই এর মাধ্যমে তৈরি করা হচ্ছে। এই কাজের সঙ্গে যুক্ত একজন পরিচিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারিগর হলেন মহামায়া শিকদার।