Kolkata Football League
মোহনবাগানকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোটিং ক্লাব
Bengal Times News, 29 September 2023
এম কৃষ্ণা, কলকাতা : প্রত্যাশার পারদ চরছিলো অনেক আগে থেকেই৷ কলকাতা ফুটবল লিগে মহামেডান স্পোটিং এর চ্যাম্পিয়ন হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা৷ শুক্রবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় সাদা কালো মহামেডান ও সবুজ মেরুণ মোহনবাগান সুপার জায়েন্ট৷
তবে ম্যাচের প্রথম অর্ধে ১৩ মিনিট এর মাথায় মহামেডান এর হয়ে রেম সাঙ্গা গোল করে দলকে ১- ০ এগিয়ে দেন। এরপর ম্যাচের ৩৭ মিনিটের মাথায় দলের হয়ে গোল করে মোহনবাগান সুপার জায়েন্ট এর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় সেই ডেভিড লালনসাঙ্গা৷
এই ছেলেই কলকাতা লিগে সর্বোচ্চ গোলদাতা৷ এর পর মোহনবাগান সুপার জায়েন্ট আর ম্যাচে ফিরতে পারেনি৷ এই নিয়ে পর পর তিন বার কলকাতা লিগ এর খেতাব ঘরে তুললো মহামেডান স্পোটিং ক্লাব। দল ৪৪ পয়েন্ট নিয়ে লিগ অভিযান শেষ করলো৷ খুশি সাদা কালো বাহিনীর পক্ষে অসংখ্য সমর্থক।