Kolkata Football League
কলকাতা ফুটবল লিগে সুপার সিক্স এর চতুর্থ ম্যাচে ডায়মন্ড হারবার কে হারালো মহামেডান স্পোটিং ক্লাব
Kolkata, 26 September 2023
বেঙ্গল টাইমস নিউজ ২৬ সেপ্টেম্বর : কলকাতা ফুটবল লিগের সুপার সিক্স রাউন্ডের চার নম্বর ম্যাচে মহামেডান স্পোটিং দূর্দান্ত ম্যাচে ২-০ গোলে হারালো ডায়মন্ড হারবার এফসি কে ৷ যেন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে সাদা কালো বাহিনী ৷ জান জান মহামেডান ৷ সুপার সিক্স এর প্রথম তিনটি ম্যাচে খিদিরপুর এফসি কে ৫-০ গোলে হারাবার পর ইষ্টবেঙ্গল এর মতো শক্তিশালি ক্লাব কে ২-১ ব্যবধানে হারায় রাশিয়ান কোচ এর সাদা কালো বাহিনী৷ এরপর তৃতীয় ম্যাচে ভবানীপুর এফসি কেও হারানোর পর মঙ্গলবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তারা ডায়মন্ড হারবার এফসি কে হারালো ২-০ ব্যবধানে৷
প্রথম অর্ধে ম্যাচের ফল গোল শূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে ডেভিডরা৷ ম্যাচের ৬০ মিনিটের মাথায় মহামেডানের হয়ে গোল করেন অঙ্গূসনা। ম্যাচের ফল মহামেডান ১ ডায়মন্ড হারবার ০। প্রতিম্যাচে গোল করা মহামেডান এর ডেভিডের দিকে লক্ষ্য ছিলো সব সমর্থকের ৷ যেমন ভাবনা তেমন কাজ৷ মাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল তুলে নেয় ডেভিড লালনসাঙ্গা। ম্যাচের ফল মহামেডান স্পোটিং ২। ০ ডায়মন্ড হারবার এফ সি ৷ এই ম্যাচ জয়ের ফলে মহামেডান স্পোটিং ক্লাবের কলকাতা লিগ এর ট্রফি থেকে দূরত্ব যেন চায়ে চুমুক দেওয়ার অপেক্ষা।