Krriteshwari Village
বাংলার কিরীটেশ্বরী গ্রাম ভারতের সেরা পর্যটন গ্রামের পুরস্কার পাচ্ছে
Abhirup Acharya
Bengal Times News, 26 September 2023
অভিরূপ আচার্য, কলকাতা : বাংলার মুকুটে আবার একটি উজ্জ্বল পালক। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী গ্রাম ভারতের সেরা পর্যটন গ্রামের পুরস্কার পাচ্ছে। ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে এই পুরস্কার দেবে রাজ্যের হাতে তুলে দেবে কেন্দ্রীয় সরকার। জানা গেছে, ৩১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৭৯৫ টি আবেদনকে হারিয়ে কিরীটেশ্বরী গ্রাম এই সম্মান অর্জন করেছে।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী গ্রামকে কেন্দ্রীয় সরকার দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করায় ২১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন এখবর সকলের সঙ্গে শেয়ার করতে পেরে তিনি আনন্দিত।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক, ভারতের সেরা পর্যটন গ্রাম হিসাবে নির্বাচিত করেছে৷ কেন্দ্রীয় মন্ত্রক ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে এই পুরস্কার দেবে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমি গ্রামের মানুষকে অভিনন্দন জানাই। জয় বাংলা" ।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমি গ্রামের মানুষকে অভিনন্দন জানাই। জয় বাংলা" ।
কিরীটেশ্বরী গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও, গ্রামের বড় আকর্ষণ হল কিরীটেশ্বরী মন্দির। ৫১ টি শক্তিপীঠের মধ্যে একটি মা কিরীটেশ্বরী।