SCROLL

লিগ ডার্বিতে ৩-২ গোলে মোহনবাগানকে হারালো ইষ্ট বেঙ্গল # ৩০-৩১ জুলাই দুদিনের সফরে বাংলায় আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Historical Kuleen Gram জামালপুরের কুলীন গ্রামে মন্ত্রী স্বপন দেবনাথ, মালাধর বসুর জন্মভিটে সংস্কারের প্রতিশ্রুতি


 

Historical Kuleen Gram


জামালপুরের কুলীন গ্রামে মন্ত্রী স্বপন দেবনাথ, মালাধর বসুর জন্মভিটে সংস্কারের প্রতিশ্রুতি 




Atanu Hazra
Bengal Times News, 25 September 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে কুলীন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ইতিহাস প্রসিদ্ধ মালাধর বসু জন্ম ভিটে পরিদর্শনে এসেছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তার জন্ম ভিটে দীর্ঘদিন ধরেই সংস্কারের কথা বলে আসছেন গ্রামবাসীরা। এদিন মন্ত্রী স্বপন দেবনাথ কুলীন গ্রামের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেব-দেবী দর্শণ করে তৃপ্ত হন। তিনি মন্দিরে পুজোও দিয়েছেন।

২৪ সেপ্টেম্বর মন্ত্রীকে কাছে পেয়ে মালাধর বসুর জন্মভিটে সংস্কারের দাবি জানায় গ্রামবাসীরা। মন্ত্রী, চৈতন্য দেবের পূর্ববর্তী অবিভক্ত বাংলার কবি মালাধার বসুর জন্মভিটে সংস্কার করার প্রতিশ্রুতি দেন। এই গ্রামেই এখনো বাস করছেন মালাধার বসুর পরবর্তী বংশধরেরা। এই কুলীনগ্রাম অত্যন্ত প্রাচীন একটি গ্রাম এবং এই গ্রামের মাহাত্ম্য এবং গুরুত্ব অনেক। 

এখানেই রয়েছে শ্রীচৈতন্যদেবের অন্যতম ভক্ত যবন হরিদাসের আখড়া এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। কথিত আছে এখান থেকেই জগন্নাথ দেবের রথ টানার রশি যেত পুরীতে এবং সেটাই জগন্নাথ দেবের রথ টানার কাজে ব্যবহার করা হতো। মন্ত্রীর সঙ্গে ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি ও তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান।

 স্বপনবাবু বলেন, অত্যন্ত ঐতিহ্যশালী ও ইতিহাসখ্যাত জায়গা এটি। সংরক্ষনের জন্য তিনি নিশ্চয়ই দেখবেন। অলক মাঝি বলেন, রাজ্য সরকারের সব দিকেই নজর আছে এই ধরনের ইতিহাস প্রসিদ্ধ জায়গা সংরক্ষণ করা হচ্ছে। এই জায়গাটি আগেই উল্লেখ করে দেওয়া আছে, আজ মন্ত্রী নিজে এসে দেখলেন নিশ্চয়ই এটার ব্যবস্থা আগামী দিনে হবে।। মেহেমুদবাবু বলেন অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসেন এই জায়গায় কারণ এটি অত্যন্ত একটি ঐতিহ্যশালী এবং ইতিহাস প্রসিদ্ধ জায়গা সারা বছরে প্রচুর মানুষ আসেন এখানে। রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এসেছেন। উনি নিজে দেখলেন। আশা রাখি আগামীতে এগুলো সংস্কার ও সংরক্ষণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad