Initiatives in stadium construction
পূর্বস্থলির শ্রীরামপুরে স্টেডিয়াম গড়তে উদ্যোগী মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ দিলেন ১.১৫ কোটি
Bengal Times News, 2 September 2023
জগন্নাথ ভৌমিক, পূর্বস্থলি : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকে খেলাধুলোর উন্নয়নে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বরাবরই তৎপর। মূলত তাঁর উদ্যোগে এলাকায় রাজ্য ও জাতীয় পর্যায়ে নানা খেলাধুলা আয়োজিত হয়। দীর্ঘদিন ধরেই মন্ত্রী স্বপন দেবনাথ এর স্বপ্ন ছিল শ্রীরামপুর বা সংলগ্ন এলাকায় একটি স্টেডিয়াম গড়ে তোলা। এবার তাঁর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলেছে। স্টেডিয়াম গড়ার লক্ষ্যে এক কোটি ১৫ লক্ষ টাকা দিলেন সাংসদ সুনীল মণ্ডল। প্রারম্ভিক কাজ শুরু করার জন্য পূর্বস্থলি দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আগেই তাঁর বিধায়ক তহবিল থেকে ২০ লক্ষ টাকা মঞ্জুর করেছেন।
শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুলের খেলার মাঠকে কেন্দ্র করেই স্টেডিয়াম গড়ে তোলা হবে।২ সেপ্টেম্বর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল কুমার মন্ডল, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জয়েন্ট সেক্রেটারি (এমপি ল্যাড) অরিন্দম মোদক, পূর্বস্থলি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ ইঞ্জিনিয়াররা মাঠ পরিদর্শন করেন। শীঘ্রই টেন্ডার হয়ে কাজ শুরু হবে বলে আধিকারিকরা জানান। প্রাথমিক ভাবে শনিবার এক প্রস্থ মাপজোকও করা হয়েছে। প্রথমেই ক্রীড়াঙ্গনের চারদিকে ফেন্সিং দেওয়া হবে। স্টেডিয়াম নির্মাণের জন্য পরিদর্শন এবং মাপজোক শুরু হতেই এলাকার ক্রীড়া মহলে খুশির হাওয়া।