Education Department
রাজ্যের শিক্ষা দপ্তরের সেরা তালিকায় ১৩ টি স্কুল, আপনার জেলায় কোন স্কুল রয়েছে এক নজরে দেখে নিন
Bengal Times News, 2 September 2023
জগন্নাথ ভৌমিক : রাজ্যের শিক্ষা দপ্তরের সেরা তালিকায় স্থান পেয়েছে ১৩ টি স্কুল। রাজ্যের সেরা স্কুলের তালিকায় স্থান পেয়ে উচ্ছ্বসিত বিভিন্ন জেলার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা। ২০২২–২৩ শিক্ষাবর্ষে শিক্ষাক্ষেত্র এবং খেলাধূলায় রাজ্যের সেরা স্কুলের তালিকায় স্থান করে নিয়েছে মোট ১৩টি স্কুল। ওই তালিকায় এক নম্বরে রয়েছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। দু'নম্বরে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)। তিন নম্বরে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। চার নম্বরে পশ্চিম মেদিনীপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন। পাঁচ নম্বরে বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল। ছয় নম্বরে রয়েছে কলকাতার দি বিএসএস স্কুল। সাত নম্বরে পশ্চিম বর্ধমানের আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল। আট নম্বরে হুগলির কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুল। নয় নম্বরে দক্ষিণ ২৪ পরগনার সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির। দশ নম্বরে জলপাইগুড়ি জেলার সুনীতি বালা সদর গার্লস হাই স্কুল। ১১ নম্বরে মুশিদাবাদের বহরমপুর জে এন একাডেমী। এই এগারোটি স্কুল রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শিক্ষাগত পর্যায়ে বছরের সেরা স্কুলের শিরোপা পাচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি স্কুল কর্তৃপক্ষের হাতে সেরা শিরোপা পুরষ্কার তুলে দেবেন।
এছাড়া খেলাধুলার জন্য রাজ্যের আরও দুটি স্কুল পুরস্কার পাচ্ছে। এই স্কুল দুটি হলো হাওড়া জেলার গঙ্গাধরপুর বিদ্যামন্দির এবং উত্তর দিনাজপুরের কুনোইর কে সি হাই স্কুল। আগামী ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ১৩ টি স্কুলকে পুরস্কৃত করবেন।