Indian Railways Women CEO
ভারতীয় রেলওয়ে বোর্ডের শীর্ষ পদে প্রথম মহিলা জয়া ভার্মা সিনহা
Bengal Times News, 1 September 2023
জগন্নাথ ভৌমিক : ভারতীয় রেলে নতুন ইতিহাস রচিত হলো। ভারতীয় রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারপার্সন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এর দায়িত্ব গ্রহণ করেছেন শ্রীমতী জয়া ভার্মা সিনহা। তিনিই প্রথম মহিলা যিনি ভারতীয় রেলের এই শীর্ষ পদের দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি শ্রীমতি ভার্মা সিনহা কে নিয়োগের অনুমোদন দিয়েছে। রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন ও সিইও হিসেবে জয়া ভার্মা সিনহা ১ সেপ্টেম্বর থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন।
এর আগে শ্রীমতি জয়া ভার্মা সিনহা রেলওয়ে বোর্ডের সদস্য (অপারেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) হিসেবে কাজ করেছেন। শ্রীমতী সিনহা ভারতীয় রেলওয়েতে মালবাহী এবং যাত্রী পরিষেবাগুলির সামগ্রিক পরিবহনের দায়িত্বও সামলেছেন।
পিআইবি সূত্রে জানা গেছে, শ্রীমতী জয়া ভার্মা সিনহা ১৯৮৮ সালে ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিসে (IRTS) যোগ দেন। ভারতীয় রেলে ৩৫ বছরেরও বেশি কর্মজীবনে তিনি সদস্যের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে (পরিচালনা ও ব্যবসা উন্নয়ন) কাজ করেছেন।
তিনি বিভিন্ন উলম্ব স্প্যানিং অপারেশন, বাণিজ্যিক, আইটি এবং সতর্কতা নিয়ে কাজ করেছেন। এছাড়াও তিনি প্রথম মহিলা যিনি দক্ষিণ পূর্ব রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি বাংলাদেশের ঢাকায় ভারতের হাইকমিশনে রেলওয়ে উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন, সেই সময়ে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত বিখ্যাত মৈত্রী এক্সপ্রেস উদ্বোধন করা হয়েছিল।
শ্রীমতী সিনহা এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী এবং ফটোগ্রাফিতে তার গভীর আগ্রহ রয়েছে বলেও পিআইবি সূত্রে জানা গেছে।