Traffic Control
ট্রাফিক কিয়স্ক ও কর্মরত ট্রাফিক পুলিশের জন্য ক্ষণিক বিশ্রাম শেডের উদ্বোধন
Bengal Times News, 31 August 2023
অভিরূপ আচার্য, বর্ধমান : বর্ধমান শহরের পারবীরহাটায় পুরনো ট্রাফিক কন্ট্রোলরুমের জায়গায় কর্মরত ট্রাফিক পুলিশ ও অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের বিশ্রামের জন্য একটি সেডের ব্যবস্থা করা হয়েছে। বর্ধমান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এই শেডটি তৈরি করে দেওয়া হয়েছে। ৩১ আগস্ট দুপুরে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন নবনির্মিত এই শেডটির উদ্বোধন করেন। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জহর মন্ডল, কাঞ্চন সোম, সঞ্জয় কুমার গুপ্তা, প্রসেনজিৎ যশ সহ অন্যান্যরা। এছাড়াও বীরহাটা ট্রাফিক থানার ওসি চিন্ময় ব্যানার্জী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। ট্রাফিক পুলিশের কাজের ফাঁকে একটু জিরিয়ে নেবার এই ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন বর্ধমান জেলা পুলিশ।
পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন জানান, ট্রাফিক কিয়স্কের সঙ্গে এই কন্ট্রোলরুমের সেডের ব্যবস্থাকে আরও উন্নত কি ভাবে করা যায় সেবিষয়ে পরিকল্পনা করবেন।
এছাড়াও পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শহর বর্ধমানে ট্রাফিক নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বড়নীলপুর মোড়ে যানজট নিয়ন্ত্রণে একটি ট্রাফিক কিয়স্ক উদ্ধোধন করা হলো আজ। ট্রাফিক কিয়স্কের উদ্ধোধন করেন পুলিশ সুপার কামনাশীষ সেন। শহরের ব্যস্ততম রাস্তার বড়নীলপুর মোড়ে দীর্ঘদিন ধরে কিয়স্ক না থাকার কারনে যানবাহন নিয়ন্ত্রণে সমস্যা হতো। মাঝে মধ্যেই ছোটখাটো দুর্ঘটনাও ঘটতো।এই কিয়স্ক হওয়ার ফলে যানজট এবং দুর্ঘটনার ভয় অনেকটাই কমবে বলে মনে করছে বর্ধমান জেলা পুলিশ