SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

The tradition of Bengal সাবেকি ঐতিহ্য বিশ্ব বাংলায় তুলে ধরতে উদ্যোগ বর্ধমানে, ১৩ অক্টোবরের জন্য সাজছে টাউন হল প্রাঙ্গণ

 


 The tradition of Bengal 

 
সাবেকি ঐতিহ্য বিশ্ব বাংলায় তুলে ধরতে উদ্যোগ বর্ধমানে, ১৩ অক্টোবরের জন্য সাজছে টাউন হল প্রাঙ্গণ 


Jagannath Bhoumick
Bengal Times News, 1 October 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন তারপরেই গোটা টাউন হল প্রাঙ্গণ সেজে উঠবে ঐতিহ্যের মোড়কে। "সাবেকিয়ানার সন্ধানে" আয়োজন করছে বর্ধমান সহযোদ্ধা। চারিদিকে সাজো সাজো রব। ইচ্ছা করলে আপনিও অংশ নিতে পারেন। তবে অংশ নিতে হলে ৪ অক্টোবরই শেষ দিন। তারপর ১৩ অক্টোবর আপনিও হয়ে উঠতে পারেন সাবেকিয়ানার তারকা। তবে অনুষ্ঠান দেখার সুযোগ সকলের জন্য। 
আসলে বাঙালির প্রাণের উৎসব শারদীয়া আসন্ন। আর এই শারদ উৎসবের হাত ধরে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে সৃষ্টির জোয়ার আসে। তবে ভারতবর্ষের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংস্কৃতিরধারা বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির যুগে হারিয়ে যেতে বসেছে। তাই শারদ উৎসবের প্রাক্কালে নতুন প্রজন্মের কাছে সাবেকি শিল্পসত্ত্বার সামান্য কিছু তুলে ধরার লক্ষ্যে বিগত বছরের ন্যায় এবছরও স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধা প্রত্যয়ী। 
এবছর ১৩ অক্টোবর শুক্রবার সাবেকিয়ানার সন্ধানে পশ্চিমবঙ্গ সরকারের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর সহযোগিতায় আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে বর্ধমান টাউন হল প্রাঙ্গণে। সাবেকিয়ানার সন্ধানে ২০২৩ প্রতিযোগিতার বিষয় পোশাকে সাবেকিয়ানা, ঢাক-কাঁসরে ধুনুচি নাচ, আঁক তুমি আলপনা এবং সেরা জুটি।
উদ্যোক্তাদের তরফে বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় জানান এবারের সাবেকিয়ানা সন্ধানে শীর্ষক প্রতিযোগিতা অনেক বড় আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে। সব থেকে বড় বিষয় এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। প্রাক পুজোয় বর্ধমান বাসীকে সহযোদ্ধা তরফে মনোরঞ্জনের এটাই সবচেয়ে বড় উপহার। সাবেকিয়ানার সন্ধানে অনুষ্ঠান দেখতে তিনি সকলকে টাউন হল প্রাঙ্গণে আমন্ত্রণ জানাচ্ছেন। আর প্রতিযোগিতা শীর্ষক যেকোনো বিষয়ে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন 9434590473/7602388333/9907936939 নম্বরে। 
প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাশ্চাত্য সংস্কৃতি, পোশাক, খাদ্যাভ্যাসে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য। সাবেকিয়ানা থেকে বর্তমান প্রজন্ম অনেক দূরে সরে যাচ্ছে। সেই শিকড়ের টান যাতে অটুট থাকে সেই উদ্যোগই নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধা। সকলে আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলার সাবেকি ঐতিহ্য বিশ্ব বাংলায় আরও উজ্জ্বল হয়ে উঠবে।
                             (১ ও ৪ নং ছবি ফাইল ছবি)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad