Durgotsab
ন-পাড়া সম্মিলিত সর্বজনীন দুর্গোৎসব ৭৪ তম বর্ষে উপস্থাপন করছে সিকিমের নামচির চারধাম আশ্রম
Bengal Times News, 24 September 2023
জগন্নাথ ভৌমিক, কলকাতা : অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক। এই স্লোগানকে সামনে রেখে ন-পাড়া সম্মিলিত সর্বজনীন দুর্গোৎসব ৭৪ তম বর্ষে পদার্পণ করলো। সতীন সেন সংসদের পরিচালনায় এ বছরের দুর্গা উৎসবের থিম সিকিমের নামচির চারধাম আশ্রম। ২৪ সেপ্টেম্বর প্রেস ক্লাব কলকাতা'র সভাকক্ষে দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে উদ্যোক্তারা তাদের সামগ্রিক ভাবনা তুলে ধরেন। উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক বিশ্বজিৎ বর্ধন, ক্লাবের সম্পাদক খোকন দাস, রাজীব কর, যুগ্ম সম্পাদক অসীম ঘোষ, সুনীল কুমার গুহ এবং কোষাধ্যক্ষ কুন্তল চন্দ।
ক্লাবের সম্পাদক রাজীব কর জানান, প্রতিবছরই ন-পাড়া সম্মিলিত সর্বজনীন দুর্গোৎসব দর্শক সাধারনকে আকৃষ্ট করতে সক্ষম হয়। ইতিপূর্বে আমাদের পুজো বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। বিগত দিনে ন-পাড়া সম্মিলিত সর্বজনীন দুর্গোৎসব মায়াপুরের ইসকনের মন্দির, লন্ডনের অ্যালবার্ট হল, কন্যাকুমারীর বিবেকানন্দ রক, কর্নাটকের বিধানসভা, রাজস্থানের বৌদ্ধমন্দির সহ অনেক কিছু দর্শক সাধারনকে উপহার দিয়েছে। এবার ৭৪ তম বর্ষে আমাদের দুর্গোৎসবের থিম সিকিমের নামচির চারধাম মন্দির। এবারের প্রতিমা শিল্পী কুমোরটুলির ইন্দ্রজিৎ পাল। রাজীব বাবু জানান, তাদের দুর্গোৎসবের মন্ডপ হবে সম্পূর্ণরূপে ভাসমান। মন্ডপ সজ্জায় ভাটপাড়ার মা শীতলা ডেকোরেটার্স, আলোক সজ্জায় থাকছে শ্যামনগরের সাহা ইলেকট্রিক। সব মিলিয়ে এবারের নিবেদনে দর্শন সাধারণ আরও বেশি আকৃষ্ট হবেন বলেই আশা করা যায়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এ বছর পুজোর উদ্বোধনে বিশিষ্ট অতিথিদের মধ্যে থাকবেন সৌগত রায়, তাপস রায়, রথীন ঘোষ, পার্থ ভৌমিক, শান্তনু সেন এবং অপর্না মৌলিক সহ অন্যান্যরা।