Dance Festival
বর্ধমানে এই প্রথম সাতদিনব্যাপী নৃত্য উৎসব, আসছেন কলকাতার নৃত্য তারকারা
Bengal Times News, 19 September 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : শহর বর্ধমানে এই প্রথম সাতদিন ব্যাপী অনুষ্ঠিত হবে নৃত্য উৎসব। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে নৃত্য উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইন্দ্রানী দত্ত। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে নৃত্য উৎসবের মূল কান্ডারী খোকন দাস জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই উৎসব আয়োজনে উদ্যোগী হয়েছেন তিনি। তাছাড়া বর্ধমানে সংগীত মেলার পর বহু নৃত্যশিল্পী তার কাছে আবেদন করেছেন সংগীত মেলার আঙ্গিকে বর্ধমানে একটি নৃত্য উৎসবেরও আয়োজন করলে ভালো হয়। সেই ভাবনা থেকেই এ বছর নৃত্য উৎসবের আয়োজন করেছেন। এবারের নৃত্য উৎসবে প্রায় দু হাজার জন নৃত্যশিল্পী অংশ নেবেন বর্ধমানের ১০৯টি নৃত্যশিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা নৃত্য উৎসবে নৃত্য পরিবেশন করবেন। প্রথম বর্ষ নৃত্য উৎসবে বর্ধমান শহরের পাঁচজন বিশিষ্ট নৃত্যশিল্পীকে সম্মানিত করা হবে। এই শিল্পীরা হলেন সত্যজিৎ ধর, ভূপতি সান্যাল, কমলা সরকার, রীনা দাস ও আনন্দ চক্রবর্তী।
নৃত্য উৎসবে স্থানীয় শিল্পীদের পাশাপাশি নৃত্য পরিবেশন করতে আসছেন দেবলীনা কুমার, মানালি দে, কোহিনুর সেন ভরাট, শ্বেতা ভট্টাচার্য ও সোনালী চৌধুরী।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি, জেলা পুলিশ সুপার আমনদীপ, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, উপ পৌরপতি মৌসুমী দাস সহ অন্যান্যরা।