Water Polution
রূপনারায়ণ নদে ইলিশ উধাও, দূষণ রুখতে আন্দোলনের পথে প্রকৃতি পরিষদ
Bengal Times News, 24 September 2023
লুতুব আলি, হাওড়া : রূপনারায়ণ নদে দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ইলিশ মাছ উধাও। এই দূষণের জন্য কৃষি জমিতে ফলনও মার খাচ্ছে। কোনমতেই এই দূষণকে ঠেকানো যাচ্ছে না। বৃহত্তর আন্দোলন সংগঠিত করার জন্য প্রয়োজনে দেশের পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ মেধা পাটেকর কে এনে প্রতিবাদ সংগঠিত করবেন বলে জানিয়েছেন চন্দ্রনাথ বসু। চন্দ্রনাথ বাবু পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের রাজ্য সম্পাদক। বিশ্ব নদী দিবস উপলক্ষে ২৪ সেপ্টেম্বর হাওড়ার রূপনারায়ণ নদের ধারে মানকুর ও সামতা বেড়ে পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল। সংগঠনের সদস্যরা নদী পরিষ্কার করলেন। এছাড়াও স্কুল-কলেজের ছেলে-মেয়েদের একত্রিত করে নদী বাঁচানোর ব্যাপারে সচেতনতার বার্তা দিলেন। সংগঠনটি স্লোগান হলো নদী বাঁচাও জীবন বাঁচাও।
এরই পাশাপাশি এদিন বৃক্ষরোপণ ও অঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। নদী বাঁচানোর ব্যাপারে রাজ্যের বিভিন্ন জেলায় এ বিষয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে এক পক্ষকাল ব্যাপী। হাওড়া জেলার ক্ষেত্রে চন্দ্রনাথ বসু এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছেন। চন্দ্রনাথ বসু বলেন, কারখানা ও তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই ও বর্জ্য পদার্থ রূপনারায়ণ নদকে দূষিত করছে। এর ফলে ইলিশ মাছ হচ্ছে না। কৃষি ক্ষেত্রে ফলন কমে গেছে। আমাদের দেশ নদীমাতৃক। নদীকে কেন্দ্র করে কৃষি নির্ভর। নদী মায়ের মত। নদীর দূষণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে রূপনারায়ণ নদে দূষণের মাত্রা হু হু করে বাড়ছে।
চন্দ্রনাথ বাবু আরও বলেন, নদী বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদ জেলা ও রাজ্যের বিভিন্ন জায়গায় সচেতনতার প্রসার ঘটিয়ে চলেছে। অবিলম্বে রূপনারায়ণ নদে দূষণ বন্ধ না হলে দেশের পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ মেধা পাঠেকরকে নিয়ে এসেও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ মানস কুমার বসু, পরিবেশ কর্মী জয়িতা কুন্ডু, ক্ষেত্রসমীক্ষক পবিত্র পাঁজা, শিক্ষিকা প্রিয়াঙ্কা শাসমল, চিত্রশিল্পী সৈকত খাড়া, সমাজসেবী শফিকুল আলম, কবি অর্ণব ব্যানার্জী, কলেজ ছাত্রী পৌলোভি মিশ্র, দেলুয়ার মল্লিক, সঞ্জয় মন্ডল প্রমুখ।