BJP State President
আমার মাটি আমার দেশ কার্যক্রমে বর্ধমানে বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
Bengal Times News, 16 September 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ধমানে সাংগঠনিক সভা করে গেলেন বিজেপি'র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। শনিবার বর্ধমানের ঘোড়দৌড় চটি এলাকায় বিজেপির বর্ধমান সদর জেলা কার্যালয়ে দলের কার্যকর্তাদের নিয়ে একটি বৈঠক করেন।
উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া, দলের জেলা সভাপতি অভিজিৎ তা, বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই সহ অন্যান্য নেতৃত্ব।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন 'আমার মাটি আমার দেশ ও গৃহ সম্পর্ক অভিযানে' বর্ধমানে আসেন। এদিন সকালে বর্ধমানে এসে প্রথমেই পৌঁছে যান সর্বমঙ্গলা মাতার মন্দিরে। রাজ্যবাসীর মঙ্গল কামনায় রাঢ় বাংলার অধিষ্ঠাত্রীদেবী সর্বমঙ্গলা মাতার কাছে প্রার্থনা জানানোর পাশাপাশি পুজো দেন। সঙ্গে ছিলেন বর্ধমান সদর জেলার সভাপতি অভিজিৎ তা, বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই সহ অন্যান্যরা।
সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে আমার মাটি আমার দেশ কার্যক্রম শুরু করলেন সুকান্ত মজুমদার। বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের মাটি সংগ্রহ করার পাশাপাশি তিনি বাড়ি বাড়ি ঘুরে মাটি সংগ্রহ করবেন এই মাটি দিল্লিতে পৌঁছানো হবে। বর্ধমানের এই মাটি অমৃত উদ্যানে স্থান পাবে বলে জানান।