সাংবাদিক দেবমাল্য বাগচির মুক্তির দাবিতে জেলা থেকে রাজ্যে সরব সাংবাদিক সংগঠন
Bengal Times News, 7 September 2023
জগন্নাথ ভৌমিক : পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে কর্তব্যরত সাংবাদিক দেবমাল্য বাগচির গ্রেপ্তারের বিষয়ে প্রেস ক্লাব, কলকাতা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পুলিশ ও প্রশাসনের ইতিবাচক হস্তক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।
বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের শেষে মুখ্যমন্ত্রীর কক্ষে কর্তব্যরত বহু সাংবাদিকের উপস্থিতিতে প্রেস ক্লাব, কলকাতার সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক এবিষেয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ঐ সাংবাদিকের মুক্তি দাবি করেন।
ঐ সাংবাদিকের বিরুদ্ধে যে অভিযোগ পুলিশের কাছে স্থানীয় জনজাতির পক্ষ থেকে করা হয়েছে তা আদালতের বিচারাধীন। পাশাপাশি এও দেখতে হবে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের অধিকার যেন সুরক্ষিত থাকে।
মুখ্যমন্ত্রী স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে তৎক্ষণাৎ কথা বলেন, প্রয়োজনীয় নির্দেশ দেন। পরে তিনি আশ্বাস দিয়েছেন প্রশাসন বিষয়টি সংবেদনশীল দৃষ্টিভঙ্গী নিয়ে দেখবে।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবমাল্য বাগচির গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সরব হয়েছে ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর পূর্ব বর্ধমান জেলা। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে শহর বর্ধমানের কার্জনগেটের সামনে একটি বিক্ষোভ সভা হবে বলে জেলার সাধারণ সম্পাদক অরূপ লাহা জানিয়েছেন।