Eastern Railway
যাত্রী সাধারনের সুবিধার্থে পূর্ব রেলের নতুন পরিষেবা চালু
Bengal Times News, 7 September 2023
জগন্নাথ ভৌমিক, দুর্গাপুর : যাত্রী সাধারনের সুবিধার্থে পূর্ব রেল প্রতিনিয়ত নিত্যনতুন পরিষেবা চালু করে চলেছে। ৭ সেপ্টেম্বর দুর্গাপুর স্টেশনে দুটি নতুন এস্কেলেটর উদ্বোধন হয় এবং পানাগড় স্টেশনে পূর্বাঞ্চল এক্সপ্রেসের নতুন স্টপেজ চালু হলো। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সংসদ এস এস আহলুওয়ালিয়া বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই এর উপস্থিতিতে দুর্গাপুর স্টেশনে দুটি নবনির্মিত এসকেলেটর উদ্বোধন করেন।
এছাড়া এদিন পানাগড় স্টেশনে 15047/15048 কলকাতা-গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেসের নতুন স্টপেজ চালু হলো। পতাকা উঁচিয়ে পানাগড়ে পূর্বাচল এক্সপ্রেসের নতুন স্টপেজ চালু করেন সংসদ এস এস আহলুওয়ালিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার চেতনা নন্দ সিং।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, পানাগড়ে পূর্বাচল এক্সপ্রেসের নতুন স্টপেজ চালু এবং দুর্গাপুরে দুটি নতুন এসকেলেটর চালু করা যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং চলাচলের সুবিধার জন্য একটি নতুন সংযোজন।
সাংসদ এস এস আহলুওয়ালিয়া প্রথমে পঞ্চ প্রাণের শপথ গ্রহণ করেন এবং দুর্গাপুর এলাকার আশেপাশে রেলওয়ের বিভিন্ন প্রকল্প ব্যাখ্যা করেন এবং দুর্গাপুর স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মে দুটি নতুন ইনস্টল করা এসকেলেটর উদ্বোধন করেন। সাংসদ বলেন, স্টেশনে যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় মেটাতে রেলস্টেশনে এসকেলেটর দেওয়া হচ্ছে। এটি প্ল্যাটফর্ম এলাকায় যাত্রীদের চলাচলের গতি বাড়াবে এবং দ্রুত প্লাটফর্ম এলাকায় যানজট কমিয়ে দেবে। এটি বৃদ্ধ এবং বিশেষভাবে সক্ষম (দিব্যাং) সহজে এবং ঝামেলামুক্ত চলাফেরার জন্য বিশেষভাবে উপযোগী। যাত্রীদের লাগেজ সহ সহজে চলাচলের জন্য এটি খুবই সুবিধাজনক। এদিনের অনুষ্ঠানে বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই বক্তব্য রাখেন।
পানাগড়ে সাংসদ এস এস আহলুওয়ালিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, পানাগড়ে 15047/15048 কলকাতা-গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ হওয়ার ফলে ব্যবসায়ী, কৃষক, কারিগর এবং সাধারণ মানুষকে ব্যাপকভাবে সাহায্য করবে। যা পশ্চিমবঙ্গের আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান,15047 কলকাতা - গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস পানাগড় পৌঁছাবে 17.30 টায়। এবং 17.31 টায় ছাড়বে। এবং 15048 গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস পানাগড় স্টেশনে পৌঁছাবে 01:02 টায়। এবং 01.03 টায় ছাড়বে। ট্রেনটি পরীক্ষামূলক ভিত্তিতে পানাগড় স্টেশনে উভয় দিকে 1 মিনিটের জন্য থামবে।