Progressive United Engineers
প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Bengal Times News, 30 August 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী সারা রাজ্যের প্রতিটি জেলায় মানবিক নানান কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে বুধবার রাখি পূর্ণিমার পূণ্য তিথিতে একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
প্রতিটি সরকারি দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়ার, কর্মচারী সহ শুভাকাঙ্ক্ষীদের নিয়ে প্রায় ৮০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, স্থানীয় কাউন্সিলর ডঃ শিখা সেনগুপ্ত এবং সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অনির্বাণ ওঝা সহ বিপ্লব রায়, পার্থ সেন ও চন্দন বিশ্বাস এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি বিশ্বজিৎ সাঁই, প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর জেলা সভাপতি সুদীপ মন্ডল, জেলা সম্পাদক ইঞ্জিনিয়ার সঞ্জয় রায়, সাংগঠনিক সম্পাদক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক ইঞ্জিনিয়ার সঞ্জয় রায় জানান, প্রতি বছর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হয় সেই হিসাবে এই বছর রক্তদান উৎসব করা হয়েছে। ইঞ্জিনিয়ার সমাজ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে রক্তদানে সামিল হয়েছেন। প্রত্যেক রক্তদাতা সহ উপস্থিত সবাইকে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই রক্তদান শিবিরে বিশেষ আকর্ষণ হিসেবে পূর্বস্থলি থানার অন্তর্গত পারুলিয়ার বাসিন্দা সুধীর সাহা উপস্থিত হয়েছেন। তিনিই জেলার মধ্যে শ্রেষ্ঠ রক্তদাতা। এখনও পর্যন্ত ১১০ বার রক্তদান করেছেন।
রাজ্যের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এবার প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিবছর এই দিনটি আমরা একটু অন্যরকম ভাবে পালন করে থাকি। এবছরও রাজ্যের ২৩ টি জেলায় নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। কোথাও বৃক্ষ রোপন, কোথাও রক্তদান শিবির, দুঃস্থ ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তক প্রদান, কোনও অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে কাটানো ইত্যাদি করে থাকি। আমার বাড়ি ও কর্মস্থল যেহেতু এই জেলায়, তাই এই জেলার কর্মসূচিতে রয়েছি। আজ সংগঠনের পূর্ব জেলার কর্মকর্তারা একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছে। সারা বছর আরও নানা মানবিক কর্মসূচির মধ্যেই থাকে সংগঠন।