Nazrul death anniversary
প্রয়াণ দিবসে কথায় কবিতায় গানে নজরুল স্মরণ
Bengal Times News, 29 August 2023
অভিরূপ আচার্য, বর্ধমান : কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালন করলো পশ্চিমবঙ্গ সরকারের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। কথায় কবিতায় গানে বর্ধমানের শিল্পীরা বিদ্রোহী কবি কে শ্রদ্ধা জানান। এদিনের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। নাট্যকার এবং বিশিষ্ট বাচিক শিল্পী ডঃ দেবেশ ঠাকুর। বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারপারসন কাকলি তা গুপ্ত। ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল। শুরুতেই কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার। এরপর পুষ্পস্তবক দিয়ে উপস্থিত অতিথিদের বরণ করে নেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল।
এদিন চন্দ্রা চট্টোপাধ্যায়ের সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। "তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা" সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিডিএ'র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত উপস্থিত সকলকে আকৃষ্ট করেন। দেবেশ ঠাকুর কবির সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন।
সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বাতী তেওয়ারি, রাজলক্ষ্মী রায়, লাবন্য নন্দী, জয়তী ভৌমিক, দেবদিয়া চক্রবর্তী, অস্মিতা রায় বসু, সরষী চ্যাটার্জী, মুক্তা রায়, অনামিকা কোনার, উষসী মন্ডল প্রমুখ। সঙ্গীত ও কবিতার কোলাজ পরিবেশন করেন মণিদীপা মজুমদার ও স্বাতী হাজরা।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন প্রবীর হালদার, মধুমিতা পিরি, সাহানা আফরোজ, ঐন্দ্রিলা বোস প্রমুখ। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের অভিজ্ঞান পত্র দিয়ে সম্মানিত করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপা সরকার।