International Karate
আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বড় সাফল্য পেল পূর্ব বর্ধমান
Bengal Times News, 28 August 2023
সেখ সামসুদ্দিন, ২৮ আগস্ট : এবছর প্রথম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর বসে ২৭ আগস্ট হাওড়া সবুজ সাথী ইনডোর ক্রীড়াঙ্গনে। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, ভাতার, বলগোনা, বর্ধমান আমাদের সংস্থার পরিচালিত ক্যারাটে প্রশিক্ষণ শিবির থেকে বিভিন্ন বয়সী ছেলে মেয়ে মিলিয়ে ১৫০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
সমর দাস জানান আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার অংশগ্রহণকারী ১৫০ জনের মধ্যে ৫৫টি গোল্ড, ৪০টি রুপো, ৪০টি ব্রোঞ্জ পদক লাভ করেন। এই সাফল্যে খুশি পূর্ব বর্ধমান জেলার বাসিন্দারা। সমর দাস আরো বলেন, ক্রীড়ার প্রতি দায়িত্ব আমাদের আরো বেড়ে গেল আমরা আগামী দিনে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রামীণ এলাকাগুলোতে আরো ক্যারাটে সহ বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষণ শিবির চালু করতে চলেছি যাতে আমাদের জেলার ছেলেমেয়েরা রাজ্য ও সর্বভারতীয় স্তরে খেলার যোগ্যতা অর্জন করতে পারে।