Gram Panchayat Board
গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে নীতি আদর্শ বিসর্জন
Bengal Times News, 10 August 2023
জগন্নাথ ভৌমিক, গলসি : নীতি আদর্শ বড় বিষয় নয়, যে কোনও ভাবে গ্রাম পঞ্চায়েতের দখল নেওয়াটাই বড়। গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে এমনই ঘটনার দৃষ্টান্ত রাখলো পূর্ব বর্ধমান জেলার গলসি ২ ব্লকের তিনটি পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়ায়। নীতি আদর্শ বিসর্জন দিয়ে গলসির গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। এই পঞ্চায়েতে প্রধান হলেন তৃণমূল কংগ্রেসের জবা দলুই। আর উপ প্রধান হয়েছেন বিজেপি প্রার্থী কানন মাঝি। গোহগ্রাম পঞ্চায়েতে মোট আসন ষোলটি। তার মধ্যে শাসক দলের বোর্ডে সাতটি তৃণমূল ও একটি নির্দল নিয়ে ভোটাভুটি হয়। বিরোধী বোর্ডে বিজেপি তিনটি, সিপিআইএম একটি ও নির্দল চারটি। ফলাফল সমান হলে টসের মাধ্যমে ফলাফল নির্ধারণ করার কথা ওঠে। তবে সেখান থেকে থেকে সরে দাড়িয়ে তৃণমূলকে প্রধান ও বিজেপিকে উপপ্রধান পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। বিজেপির জয়ী প্রার্থী কানন মাঝি তৃণমূল কে সমর্থন করে। আর এতেই বিজেপির প্রার্থীকে উপপ্রধান করতে সমর্থন করে তৃণমূলের প্রার্থীরা। ৯-৭ ফলাফলে বোর্ড দখল করে তৃণমূল।
এছাড়া গলসি পঞ্চায়েতেও তৃণমূল কংগ্রেস একক ভাবে বোর্ড গঠন করতে পারলো না। তৃণমূল কংগ্রেসকে এক নির্দল প্রার্থীর সমর্থন নূ বোর্ড গঠন করতে হয়েছে।
অন্যদিকে নীতি আদর্শ বিসর্জনের খেলায় গলসি ২ ব্লকের সাঁকো পঞ্চায়েত হাত ছাড়া হলো তৃণমূল কংগ্রেসের। এখানে বাম-রাম জোটবদ্ধ হয়ে বোর্ড গঠন করেছে। সাঁকো গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৩ টি। যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৬ টি। সিপিআইএম ১ টি, বিজেপির ৪ টি, কংগ্রেস ১টি ও ফরোয়ার্ড ব্লক ১ টি। বোর্ড গঠন করতে লাগবে ৭ টি আসন। বিজেপি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ৪ টি দলের জয়ী প্রার্থীরা ও কর্মী সমর্থকেরা এদিন একত্রে দলীয় পতাকা নিয়ে মিছিল করে আসেন বোর্ড গঠন করতে। তাতে ভয় পেয়ে যায় শাসক দল তৃণমূল কংগ্রেস। এই পঞ্চায়েতে বিজেপি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস একত্রিত হয়ে তাদের মোট আসন সংখ্যা হচ্ছে ৭ টি। ফলে বোর্ড গঠনের দাবিদার তাঁরাই। কারণ তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ৬। ফলে টানটান উত্তেজনার মাঝে এখানে তৃণমূল বিরোধীরা বোর্ড গঠন করে।