National Education policy
নতুন শিক্ষা নীতি নিয়ে জামালপুর মহাবিদ্যালয়ে সেমিনার
Bengal Times News, 10 August 2023
অতনু হাজরা, জামালপুর : সদ্য জামালপুর মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ড: শ্রাবন্তী ব্যানার্জী। যোগদান করেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন কলেজের উন্নতি সাধনে এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনার উন্নতি সাধনে। নতুন যে জাতীয় শিক্ষা নীতি ২০২০ চালু হয়েছে সেই সম্পর্কে জামালপুরের মত গ্রামীণ কলেজের ছাত্র ছাত্রীরা একেবারেই অজ্ঞ। তাই কলেজের প্রাণ সেই সমস্ত সুকুমার মতি ছাত্র-ছাত্রীদের জাতীয় শিক্ষানীতি ২০২০ এই সম্পর্কে সচেতন করতে কলেজে একটি সেমিনারের আয়োজন করা হয়।
আলোচনা সভায় আলোচনা করতে উপস্থিত হন হুগলি জেলার রাজা রামমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষাবিদ ড: দেবব্রত মজুমদার আরো ছিলেন গলসি মহাবিদ্যালয়ের অধ্যাপক তথা জামালপুর মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য ডঃ অভিষেক কর্মকার। জাতীয় শিক্ষানীতি কী ? কী কী পরিবর্তন হয়েছে ? কী কী নতুন জিনিস এতে এসেছে অনার্স স্তরে কী পরিবর্তন হয়েছে যাবতীয় তথ্য ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন উপস্থিত বক্তারা। জামালপুর মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ডঃ শ্রাবন্তী ব্যানার্জি বলেন তার প্রথম চেষ্টাই হবে কলেজের উন্নয়নের সাথে ছাত্রছাত্রীদের মানোন্নয়ন। আর তা একমাত্র হতে পারে এই ধরনের বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে তাদের জ্ঞান ও উৎকর্ষতা বৃদ্ধি করার মাধ্যমে। এই ধরনের সেমিনারে অংশগ্রহণ করতে পেরে ছাত্রছাত্রীরাও যথেষ্ট উৎসাহিত ও আনন্দিত।