Bardhamaneshwar
বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবসে আলমগঞ্জে লক্ষাধিক ভক্তের সমাগম
Bengal Times News, 11 August 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : শহর বর্ধমানের মোটা শিব তথা বাবা বর্ধমানেশ্বরের কথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়িয়ে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড এবং বিহারেও পৌঁছেছে। তাইতো এবার বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবসে বর্ধমানের আলমগঞ্জে মোটা শিবের মাথায় জল ঢালতে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে।
উল্লেখ্য ২৫ শে শ্রাবণ বাবা বর্ধমানেশ্বর - এর ৫২ তম আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে সকাল থেকেই বহু দূর দুরান্ত থেকে ভক্তরা আসেন বর্ধমান শহরের আলামগঞ্জে বাবা বর্ধমানেশ্বর অর্থাৎ মোটা শিবের মাথায় জল ঢালতে। স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৭২ সালের ২৫শে শ্রাবণ অর্থাৎ আজকের দিনে জমি খনন করার সময় মোটা শিবের আবির্ভাব ঘটে। সেই জন্যই আজকের এই বিশেষ দিনটিকে বাবা বর্ধমানেশ্বর এর আবির্ভাব দিবস হিসেবে উদযাপন করা হয়। পূর্ব বর্ধমান জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার ভক্তরা কাটোয়া থেকে গঙ্গার জল এনে বাবার মাথায় ঢালেন।
অন্যান্য বছরের তুলনায় এ বছরে ভক্তদের সংখ্যা অনেকটাই বেশি এমনই জানালেন উৎসব কমিটির সদস্যরা। এই বছরে আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যান্য বছরের থেকে এই বছরে মোটা শিবের মাথায় জল ঢালার প্রক্রিয়া ভিন্ন রকম। বড় পাইপের সাহায্যে ভক্তরা জল ঢালছেন বাইরে থেকে শিবের মাথায়। মূলত ভিড়ের মধ্যে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই জন্যই উৎসব কমিটির এই উদ্যোগ। তবে বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবস উপলক্ষে শিব মন্দির প্রাঙ্গণ সহ এলাকায় পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল। কমিটির পক্ষ থেকে ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। এছাড়া কুপন পদ্ধতিতে কিনে নিয়ে যাওয়ারও ব্যবস্থা ছিল।