মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর অনুদান ১০ হাজার বাড়িয়ে দিলেন, রাজ্য সরকারের খরচ ২৮০ কোটি
Bengal Times News, 22 August 2023
জগন্নাথ ভৌমিক, কলকাতা : সরকারি ভাবে আসন্ন শারদ উৎসবের ঢাকে কাঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে আসন্ন শারদোত্সবের প্রস্তুতির বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্গাপুজোর অনুদান এক লাফে ১০ হাজার টাকা বাড়িয়ে দিলেন। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এবারে রাজ্য সরকারের তরফে পুজোকমিটি তথা ক্লাবগুলিকে ৬০ হাজার টাকার জায়গায় ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার পাশাপাশি বিদ্যুতের বিলের ওপর দুই-তৃতীয়াংশ ছাড় মিলবে বলে জানান।
এদিন কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার দুর্গাপুজো সমন্বয় কমিটির কর্তাব্যক্তিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন।
গত বছর রাজ্যের প্রতিটি পুজো কমিটিকে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবার সভার শেষ পর্যায়ে এসে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের টাকার খুব অভাব। তাই পুজো সরকারি অনুদান যদি অর্ধেক করে দিই! সেই কথা শুনে পুজো কমিটিগুলির প্রতিনিধিরা কার্যত হতাশা হয়ে না না করে ওঠেন। পরে অবশ্য মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এবার আর ৬০ হাজার টাকা নয়, ৭০ হাজার টাকার অনুদান পাবে পুজো কমিটিগুলো। গোটা রাজ্যে প্রায় ৪০ হাজার অনুমোদিত দুর্গাপুজো হয়। সেই হিসাবে এই ৪০ হাজার ক্লাব তথা পুজো কমিটিগুলিকে পুজোর অনুদান বাবদ ৭০ হাজার টাকা করে দিতে রাজ্য সরকারের ২৮০ কোটি টাকা খরচ হবে।
এদিন পূর্ব বর্ধমান জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভিডিও কনফারেন্সে ছিলেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা সহ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও দুর্গাপুজো সমন্বয় কমিটির কর্তাব্যক্তিরা।