Anti Ragging Committee
বর্ধমানে উচ্চ পর্যায়ের অ্যান্টি র্যাগিং কমিটি গঠিত
Bengal Times News, 22 August 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : র্যাগিং-এর অমানবিকতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু'র জীবন দীপ অকালে নিভে যাওয়ায় রাজ্য জুড়ে তোলপাড়। রাজ্য সরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ নড়ে চড়ে বসেছে সব মহল। বিভিন্ন জেলার প্রশাসনও ঘটনার গভীরতা উপলব্ধি করে সতর্ক হওয়ার সঙ্গে তৎপর হয়ে উঠেছে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরেই বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি সরকারি কলেজও রয়েছে। সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানে হস্টেলও আছে।
২২ আগস্ট পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করেছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের হস্টেল গুলো পরিদর্শন করেছে। তারপরেই জেলা প্রশাসন অ্যান্টি র্যাগিং কমিটি গঠনে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। কমিটিতে চেয়ারপারসন হিসেবে রয়েছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা। কমিটির সদস্যরা হলেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সুজিত চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) সানা আক্তার (সেক্রেটারি), ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি'র প্রিন্সিপ্যাল ড. অভিজিৎ মিত্র সহ বর্ধমান এম বি সি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি'র প্রিন্সিপ্যাল এবং বর্ধমান এম ইউ সি উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। কমিটি গঠনের পর ২৩ আগস্ট প্রথম বৈঠকও ডাকা হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় এবং কলেজ হস্টেলগুলোর বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।