108 Shiva Temple
ভারতের পূর্বাঞ্চলে বর্ধমান ১০৮ শিব মন্দির এক অন্যতম তীর্থক্ষেত্র হিসেবে প্রসিদ্ধ হয়ে উঠছে
Bengal Times News, 20 August 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ভারতের পূর্বাঞ্চলে বর্ধমান ১০৮ শিব মন্দির এক অন্যতম তীর্থক্ষেত্র হিসেবে ক্রমশ প্রসিদ্ধ হয়ে উঠছে। যার ফলে প্রতিদিনই বর্ধমান ১০৮ শিব মন্দিরে ভক্তদের ভিড় বাড়ছে। ২০ আগস্ট রেকর্ড সংখ্যক মানুষের ভিড় হয়েছে বর্ধমান ১০৮ শিবমন্দিরে। দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন ১০৮ শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা এবং পূজা দিতে আসেন। সকাল দশটার পর থেকেই বেলা বাড়তেই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়।
এদিন হরিদ্বারস্থিত শ্রী শ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রমের বর্তমান মহামণ্ডলেশ্বর সেবাইত শ্রী শ্রী ব্রহ্মেশ্বর শিবঠাকুর পরমহংস পরিব্রজাকাচাৰ্য্য ১০০৮ শ্রীমৎ স্বামী তেজস্বানন্দ গিরিজী মহারাজের পূণ্য উপস্থিতিতে মন্দিরের যজ্ঞ মণ্ডপে পূজা ও হোম হয়।
উপস্থিত ছিলেন ১০৮ শিব মন্দির ট্রাস্ট বোর্ডের যুগ্ম সম্পাদক গৌতম তা, ট্রাস্টবোর্ডের সদস্য মুরারি মোহন কুমার, জিতেন্দ্র নাথ মন্ডল, রাজকুমার শাহানা, সুব্রত মন্ডল, রামপ্রসাদ মাথুর সহ আইনজীবী সমীর কুমার চৌধুরী, সদন তা, ডাঃ কুশনাভ পবি, ডঃ দেবেশ ঠাকুর, সঞ্জীব চক্রবর্তী, ডাঃ তনুশ্রী সাহা, অমিত হাজরা চৌধুরী সহ সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্টজন। এদিন অতিথিদের ভোগ প্রসাদ প্রদানের মাধ্যমে আপ্যায়িত করা হয়।
১০৮ শিব মন্দির ক্যাম্পাসে শ্রাবণ মাসে উদ্বোধন হয়েছিল মানত নন্দী পার্ক। সেই পার্কে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা জানাতে বহু ভক্তকে ভিড় করতে দেখা যায়।
রোটারি ক্লাব বর্ধমানের অর্থায়ন করলে 108 শিব মন্দির মেলা মাঠে আজ চারটি বায়ো টয়লেটেরও উদ্বোধন করা হয় এই উপলক্ষে বর্ধমান রোটারি ক্লাবের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।
রোটারি ক্লাব এর পক্ষ থেকে এ দিন মেলা মাঠের চারিদিকে শ্বেত চন্দনের চারা রোপন করা হয়। একদিকে হাজার হাজার ভক্তের ভিড় অন্যদিকে সমাজসেবী থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে ১০৮ শিব মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।