পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার ও সহ-সভাধিপতি গার্গী নাহা, অনাড়ম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান
Bengal Times News, 14 August 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : সব জল্পনার অবসান। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের পর সোমবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের নতুন বোর্ডের সভাধিপতি হিসাবে শপথ নিলেন শ্যামাপ্রসন্ন লোহার এবং সহকারী সভাধিপতি গার্গি নাহা। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) কাজল রায়।
উল্লেখ্য মা মাটি মানুষের সরকারের প্রথম জেলা পরিষদের বোর্ডে সভাধিপতি ছিলেন দেবু টুডু, সহকারী সভাধিপতি ছিলেন শম্পা ধাড়া। আবার বিগত বোর্ডের সভাধিপতি ছিলেন শম্পা ধাড়া ও সহকারী সভাধিপতি ছিলেন দেবু টুডু। এবার দুটি পদেই নতুন মুখ। আগামী এক মাসের মধ্যে স্থায়ী সমিতি ও কর্মাধ্যক্ষ নির্বাচন সম্পন্ন হবে।
গত কয়েকদিন ধরে জেলা পরিষদের সভাধিপতি পদে কাকে বসানো হবে সেই নিয়ে রাজনৈতিক মহলে জোরদার চর্চা শুরু হয়েছিল। কয়েকটি নামও ঘোরাফেরা করছিল। শেষ পর্যন্ত রাজ্যের নির্দেশে জেলা নেতৃত্ব শ্যামা প্রসন্ন লোহার ও গার্গি নাহা'র উপরই আস্থা রাখলো।
এদিন সভাধিপতি ও সহকারী সভাধিপতির পাশাপাশি জেলা পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরাও শপথ গ্রহণ করেন। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী সভাধিপতি শম্পা ধাড়া উপস্থিত ছিলেন না। যদিও তিনি রায়না ২ ব্লকে জেলা পরিষদের আসনে বিজয়ী হয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লকের সভাপতিরাও উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত সভাধিপতি শ্যামাপ্রসাদ লোহার মঙ্গলকোট থেকে জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন। এর আগে তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। অন্যদিকে সহকারী সভাধিপতি গার্গি নাহা বর্ধমান ১ ব্লক থেকে জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল একেবারেই অনাড়ম্বর। সব থেকে বড় বিষয় অত্যন্ত চুপিসারে সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। তৃণমূল সরকারের বিগত দুটো বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠান খুবই জাঁকজমকপূর্ণ ভাবে হয়েছিল। সেখানে এবারের শপথ গ্রহণ কেন জৌলুসহীন সেই প্রশ্নের সঠিক উত্তর মেলেনি। ঝামেলা হওয়ার আশঙ্কাতেই কি জেলা প্রশাসন রুদ্ধদ্বার কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান করলো সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র।
সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নতুন সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার ও সহ-সভাধিপতি গার্গী নাহা সহ নির্বাচিত জেলা পরিষদের সদস্যদের ব্যান্ডে ছন্দে সংস্কৃতি অ্যানেক্স থেকে কার্জনগেটে পদযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয়। এখানে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য পদাধিকারী ও দলীয় নেতৃত্ব।