AC Busstand
শীততাপ নিয়ন্ত্রিত বাসস্ট্যান্ড
Bengal Times News, 12 August 2023
কাজল মিত্র, পশ্চিম বর্ধমান : আসানসোল পৌরনিগমের অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের মা কল্যাণেস্বরী মন্দির সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিক ভাবে একটি এসি বাসস্ট্যান্ডের শিলান্যাস করা হয় । শনিবার নারকেল ফাটিয়ে এই কাজের শিলান্যাস করেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মুনমুন মুখার্জী। তিনি বলেন এই অঞ্চলে দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসা-যাওয়া করে । অনেকে বাস ধরতে আসার জন্য ঠিক এইখানে দাঁড়িয়ে থাকে যে বাস স্টান্ডটি রয়েছে সেটি ভগ্ন অবস্থায় রয়েছে তাই পুরনির্বাচনের ভোটের প্রচারে এসে জনগণের দাবি ছিল দীর্ঘদিন ধরে একটি এসি বাসস্ট্যাণ্ডের। সেই বাসস্ট্যাণ্ড করার প্রতিশ্রুতিও দিয়েছিলাম। তাই আমাদের মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় আজ তা পূরণ হওয়ার পথে এগোল।। আজ এসি বাসস্ট্যাণ্ডের শিলান্যাস হওয়ায় আমরা খুশি। আগামী কয়েক মাসের মধ্যেই এটি তৈরী হয়ে যাবে। আসানসোল পৌরনিগমের তহবিল থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা ব্যায়ে নির্মিত হবে এসি বাসস্ট্যান্ডটি।
তাছাড়া তিনি বলেন আমি এই এলাকার মানুষের কাছে অনুরোধ করবো যাতে বাস স্ট্যান্ডটির অযত্ন না হয়। সেটা একটু সকলে খেয়াল রাখবেন।
এদিন মনোজ তেওয়ারী জানান এলাকার মানুষ বহু দিন ধরে মেয়র ও কাউন্সিলারকে বলে এসেছে একটি আধুনিক বাস স্ট্যান্ডের।আর কাউন্সিলার মুনমুন মুখার্জী ও আমাদের মেয়র বিধান উপাধ্যায়ের উদ্যোগে আজ তা পূরণ হলো। আমি সমস্ত কল্যানেশ্বরী অঞ্চলের মানুষের হয়ে ধন্যবাদ জানাই মেয়র বিধান উপাধ্যায় ও কাউন্সিলার মুনমুন মুখার্জীকে। তাছাড়া আগামী দিনে এখানে অবস্থিত পৌরনিগমের শৌচালয়কে ভালো ভাবে করা হবে ও কিছু রাস্তা করা হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি মহেশ্বর মুখার্জী, আইএনটিটিইউসি'র ব্লক সভাপতি মনোজ তিওয়ারি সহ আরো অনেকে।