77th Independence day
ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস পূর্ব বর্ধমানে যথাযত মর্যাদায় উদযাপন
Bengal Times News, 15 August 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : আজ ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস। সারা দেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও এই দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। জেলার সরকারি অনুষ্ঠানটি হয় পূর্ব বর্ধমান জেলাশাসকের কার্যালয়ের সামনে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে পুলিশ ব্যান্ডে বেজে ওঠে জাতীয় সঙ্গীতের সুর। এরপর জাতির জনক গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সুপ্রিয় অধিকারী, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কাজল রায়, অতিরিক্ত জেলাশাসক (ভূমি) ইউনিস রিসিন ইসমাইল, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) ঋদ্ধি ব্যানার্জী, প্রভেশনাল আইএএস জেসমিন কাউর প্রমুখ।
কুচকাওয়াজ ও তেরঙা বেলুন উড়িয়ে ৭৭তম স্বাধীনতা দিবসে শান্তি সম্প্রীতির বার্তা দেওয়া হয়। এরপর জেলা বাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা গত এক বছরে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন জনগণের স্বার্থে কি কি কাজ করেছে তার একটা পরিসংখ্যান তুলে ধরেন। সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসনের এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এদিন জেলা প্রশাসনের অনুষ্ঠানের পর গঙ্গা কিশোর ভট্টাচার্য পেশ কর্ণারেও পতাকা উত্তোলন করেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল।
১৫ ই আগস্ট সকালে বর্ধমান মহিলা থানার পক্ষ থেকেও একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মহিলা থানার ইন্সপেক্টর ইনচার্জ বনানী রায়। উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীরা।