তাঁতের হাটে পৌঁছে সরাসরি তাঁতিদের কাছ থেকে শাড়ি কিনছে তন্তুজ
Bengal Times News, 12 August 2023
জগন্নাথ ভৌমিক, শ্রীরামপুর : তাঁতিদের কাছ থেকে সরাসরি শাড়ি কাপড় কিনলো পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা তন্তুজ। পশ্চিমবঙ্গ সরকারের বস্ত্র দপ্তরের এমএসএমই মাসের কর্মসূচিতে এই শাড়ি কেনা হচ্ছে বলে জানা গেছে। আজ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলি ১ ব্লকের শ্রীরামপুর তাঁতের হাটে তন্তুজ'র পক্ষ থেকে কর্তাব্যক্তিরা উপস্থিত হয়ে সরাসরি তাঁতিদের কাছ থেকে পছন্দমত শাড়ি কিনলেন, আগামীকালও চলবে এই কেনাকাটি। শনিবার তন্তুজ'র পক্ষ থেকে শাড়ি কেনাকাটায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। শাড়ি কেনাকাটার পাশাপাশি তিনি তাঁতিদের সঙ্গে তাদের সুবিধা-অসুবিধা নিয়েও কথা বলেন। উল্লেখ্য শ্রীরামপুর তাঁতের হাটে তাঁতিদের কাছ থেকে তন্তুজ সরাসরি শাড়ি কিনবে বলে মাইকিং করে আগেই তাঁতি পাড়াগুলোতে প্রচার করেছিল। আসলে দু'মাস পরেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো সেই বিষয়টি মাথায় রেখেই তন্তুজ নিজেদের শোরুম ও বিপণন কেন্দ্রের জন্য শাড়ি কিনছে।
মন্ত্রী স্বপন দেবনাথ জানান, তৃণমূল সরকার আসার পর তাঁতশিল্পকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে নানা উদ্যোগ নিয়েছে। বিনামূল্যে তাঁতের সরঞ্জাম বিলি, তাঁতঘর তৈরি, ক্লাস্টারের মাধ্যমে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা, সুতোর ব্যাঙ্ক গড়ে তোলা ইত্যাদি। তাঁতশিল্পীদের পরিচয় পত্র দেওয়ার কাজও শুরু হয়েছে। এই অবস্থায় তন্তুজ প্রকৃত তাঁতশিল্পীদের উন্নয়নে সরাসরি তাঁতিদের কাছ থেকে শাড়ি কিনছে।
মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় লোকসানে চলা তন্তুজ বর্তমানে লাভের মুখ দেখেছে। তন্তুজ আজ দেশ ছাড়িয়ে বিদেশে সুনাম কুড়িয়েছে। তন্তুজের লক্ষ্য বাংলার তাঁত বস্ত্রশিল্পের পুনর্জীবন ও প্রকৃত তাঁতিদের উন্নয়ন। সেই লক্ষ্যেই কয়েক বছর ধরে দুর্গাপুজোর আগে শাড়ি কিনছে তন্তুজ।