Asansol Municipal Corporation
আসানসোল পুর নিগমের বিরুদ্ধে সরব বিজেপি, কুলটি বরো অফিসে বিক্ষোভ
Bengal Times News, 11 August 2023
কাজল মিত্র, পশ্চিম বর্ধমান : আসানসোল পুরনিগমের কুলটি বরো অফিসে ৮, ৯, ও ১০ নং বোরোর অন্তর্গত মানুষেরা ঠিক মতো পরিষেবা পাচ্ছেনা। এই অভিযোগ তুলে ১১ আগস্ট বিজেপির পক্ষ থেকে সাধারণ মানুষদের নিয়ে মিছিল করে কুলটি বোরো অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বাপ্পাদিত্য চ্যাটার্জি, কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ও বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি।
এদিনের এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বাপ্পাদিত্য চ্যাটার্জি বলেন আসানসোল পুরনিগম সাধারণ মানুষকে ন্যূনতম পরিষেবাগুলিও দিতে ব্যর্থ হয়েছে। কুলটিতে ৮, ৯, ১০ নং বোরোর অন্তর্গত মানুষেরা পানীয় জল পাচ্ছেনা। পাশাপাশি তিন মাসে বিদ্যুৎ বিল দেওয়ায় মানুষের নাভিশ্বাস উঠছে। তাছাড়া বিদ্যুৎ পরিষেবা ঠিক মত না দিয়ে চড়া হারে বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে। জাতীয় সড়কের জমি দখল করে ডুবুর্ডি তে পার্কিং জোন তৈরী করে কাটমানি খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জলাশয় ভরাট করে অন্যায় ও অবৈধ ভাবে নির্মাণ করা হচ্ছে। জলাশয়গুলি সংস্কার না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। যথাযথ নিকাশি ব্যবস্থার অভাব রয়েছে। কুলটিতে স্থানীয় কাউন্সিলার তার রেশন দোকানের নামে কয়েকশো কুইন্ট্যাল চাল চুরি করে বসে আছে। তাদেরই দপ্তর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। এই সবের প্রতিবাদে বারবার আন্দোলন করা হলেও পুরনিগমের মেয়র চোখ বন্ধ করে ধৃতরাষ্ট্র হয়ে আছেন। তাই অবিলম্বে জরুরি ভিত্তিতে দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বরো অফিসগুলি বন্ধ করে দেওয়া হবে। এদিন বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি শেষে মেয়র পারিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্রর হাতে এক স্মারক লিপি তুলে দেওয়া হয় বিজেপি নেতৃত্ব পক্ষ থেকে । এই বিষয়ে ইন্দ্রাণী মিশ্র বলেন সাংসদ তহবিলের টাকায় কুলটিতে উন্নয়ণ মূলক কাজ করা হলেও, বিজেপি বিধায়কের তরফে শুধু মাত্র ২০-২১ অর্থবষে অর্থ মঞ্জুর করা হয়েছিল। যার ওয়ার্ক অর্ডার হয়ে কাজ শুরু হয়েছে। তারপর থেকে বিজেপি বিধায়ক কোনো প্রকার অর্থ মঞ্জুর করেননি। আর ভোট লুঠ। ২০২১ এ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেও তৃণমূলকে আটকে দেওয়া যায়নি। তাই হেরে গিয়েই তারা নানা অভিযোগ তুলছে। আসলে সমালোচনা করাই বিজেপির ধর্ম।