Maa Canteen
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবার স্থায়ীভাবে চালু হলো মা ক্যান্টিন, মাত্র ৫ টাকায় পেট ভরে ভাত ডাল সবজি ডিমের কারি
Bengal Times News, 9 August 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় গরিব দুঃস্থ অসহায় মানুষদের জন্য মা ক্যান্টিন রাজ্যের অনেক জায়গায় চালু হয়েছিল। পাঁচ টাকার বিনিময়ে পেট ভরে ডিম ভাত খাওয়ার ব্যবস্থা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও অস্থায়ী ভাবে চালু হয়েছিল। এবার বর্ধমান পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবার স্থায়ীভাবে চালু হলো।
৯ আগস্ট বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থায়ী মা ক্যান্টিন ভবনের শুভ উদ্ধোধন করেন রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ কৌস্তুভ নায়েক, বর্ধমান হাসপাতালে সুপার ডাঃ তাপস ঘোষ, বর্ধমান সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস সহ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের আধিকারিকরা।
মন্ত্রী স্বপন দেবনাথ জানান, এই মা ক্যান্টিন হওয়ার ফলে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয়রা পাঁচ টাকার বিনিময়ে পেট ভরে খাবার পাবেন। বর্ধমান হাসপাতাল এমন একটি জায়গা যেখানে শুধু পূর্ব বর্ধমান জেলার নয় রাজ্যের বিভিন্ন জেলা যেমন মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া এছাড়াও বাইরের রাজ্য থেকে অসংখ্য রোগীরা আসেন চিকিৎসা করাতে। তাই বর্ধমান হাসপাতাল চিকিৎসা ক্ষেত্রে আগের থেকে অনেক উন্নতি লাভ করেছে। তার জন্যই দূর-দূরান্ত থেকে রোগীরা ছুটে আসছেন। এই মা ক্যান্টিনে প্রতিদিন ২০০ জন করে খাবার পাবেন। মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি এবং একটি করে ডিম।
এ বিষয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান, বর্ধমান পৌরসভার উদ্যোগে বর্ধমান শহরের তিনকোনিয়া এবং বর্ধমান হাসপাতালে মা ক্যান্টিন করা হলো। আগামী দিনে পৌরসভার উদ্যোগে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে এবং পুলিশ লাইন বাজার সংলগ্ন এলাকায় মা ক্যান্টিন করা হবে। পৌরসভার এই উদ্যোগ কে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছেন পৌরসভার নোডাল অফিসার তাপস মাকড় এবং অন্যান্য আধিকারিকরা।