Murder
মধ্যবয়সী মহিলার গলা কেটে খুন, নিখোঁজ তাঁরই মেয়ে
Bengal Times News, 15 August 2023
কাজল মিত্র, পশ্চিম বর্ধমান : আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত লালগঞ্জ গ্রামের শ্রীরামপুর পাড়ায় ঘরের চালের টালি ভেঙ্গে বাড়ির ভিতরে ঢুকে শ্যামলী কর্মকার নামে এক পঞ্চাশ বছরের মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে বলে জানা যায়। এই ঘটনার পর তার মেয়ে বৈশাখী কর্মকার নিখোঁজ রয়েছে বলে দাবি পরিবারের।ঘটনাটি ঘটে সোমবার রাতে। মঙ্গলবার দিন সকালে উত্তর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে পরিবারের সদস্যদের দাবি তার ছোট মেয়ের স্বামী তার শাশুড়িকে খুন করেছে। এর আগেও মৃতা শ্যামলী কর্মকারের ছোট জামাই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল। মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। সেইবারের মত প্রাণে বেঁচে গেলেও ঘটনার বছর খানেকের মধ্যে খুন হন শ্যামলী দেবী। ওই দিনই ঘটনাস্থলের ৫০০মিটার দূরেই রহস্য জনক ভাবে উদ্ধার হয় একটি থলি। তবে ওই থলির ভিতরে একটি মোবাইল ফোন এবং রেনকোর্ট বেশ কিছু সামগ্রী পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে বর্তমানে বাড়িটি সিল করেছে পুলিশ। পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল এদিন দ্বিতীয় দফায় ফের ঘটনাস্থলে আসে। ঘটনা সম্পর্কে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এবং ছবি তোলা হয় ঘটনা স্থলের। গোটা পরিস্থিতি ক্ষতিয়ে দেখা হয়। তবে শেষ পাওয়া খবর এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।ঘটনার তদন্তে আসানসোল উত্তর থানার পুলিশ।