Duyare Sarkar
দুয়ারে সরকার ক্যাম্প ৩৫ টি পরিষেবা নিয়ে ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে
Bengal Times News, 19 August 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : দুয়ারে সরকার ক্যাম্প একমাসব্যাপী আগামী ১ সেপ্টেম্বর থেকে আবার শুরু হচ্ছে। বিগত দুয়ারে সরকার এর থেকে এবার দুটি বাড়তি পরিষেবা পাওয়া যাবে। এই মর্মে নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সব পঞ্চায়েত ও পৌর এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। রবিবার ও ছুটির দিনে ক্যাম্প বন্ধ রাখা হবে। যাবতীয় যা সমস্যা থাকবে তা সমাধানের কাজ শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সমাধান করা হবে।
এবারের দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্যবাসী কী কী সুবিধা পাবেন ? ইতিপূর্বে দুয়ারে সরকার ক্যাম্প থেকে ৩৩টি পরিষেবা পাওয়া যেত । এখন আরও ২টি পরিষেবা বাড়িয়ে ৩৫টি করা হয়েছে। বার্ধক্য ভাতা ও পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্টারের মতো দুটি অতিরিক্ত পরিষেবা মিলবে। ইতিমধ্যে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু সংক্রান্ত যাবতীয় কাজের সুবিধা এখান থেকে পাওয়া যেত। এবার আরও দুটি পরিষেবা যুক্ত হওয়ায় আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হবেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য একটি পৃথক পোর্টাল চালু করেছেন। পরিযায়ী শ্রমিকরা চাইলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সরাসরি পোটালের মাধ্যমে তাদের নাম নথিভুক্ত করতে পারেন। তবে এবার জেলায় জেলায় দুয়ারে সরকার শিবির থেকেও ওই শ্রমিকদের নাম নথিভুক্ত করার সুযোগ করে দেবে সরকার।
ইতিমধ্যেই বর্ধমান পৌরসভার তরফে দুয়ারে সরকার ক্যাম্প কোন ওয়ার্ডে কোথায় হবে তার নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে। এক নজরে দেখে নিন সেই তালিকা।