Subrata Cup Football
সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা
Bengal Times News, 18 July 2023
অতনু হাজরা, জামালপুর : বর্ধমান সদর সাউথ সাব ডিভিশন লেভেলের সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো জামালপুরে। বিভিন্ন ব্লকের বিভিন্ন বিদ্যালয় থেকে প্রতিযোগীদের নিয়ে তিনটি বয়ক্রমে এই টুর্নামেন্ট হয় । একটি অনূর্ধ্ব ১৪ বালকদের দল যাতে সাতটি দল অংশগ্রহণ করেছিল। একটি অনূর্ধ্ব ১৭ বালকদের দল যাতে বারটি দল অংশগ্রহণ করেছিল এবং একটি অনূর্ধ্ব ১৭ বালিকাদের দল সেখানে দুটি দল অংশগ্রহণ করে। জামালপুরের রানাপাড়া ফুটবল মাঠ ও জৌগ্রাম এফ ই সি মাঠে খেলা গুলি হয়। এই উপলক্ষ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, সাবডিভিশন সম্পাদক সুরজিৎ চ্যাটার্জী, জোনল সম্পাদক সুজিত ধাড়া, গোপালপুর মুক্তকেশি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মুখার্জী, জৌগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার রাউত সহ অন্যান্যরা।
অনূর্ধ্ব ১৭ বালিকাদের চ্যাম্পিয়ন হয় বৈদ্য ডাঙ্গা গার্লস হাই স্কুল। অনূর্ধ্ব ১৪ বালকদের চ্যাম্পিয়ন হয় জৌগ্রাম হাই স্কুল ও অনূর্ধ্ব ১৭ বালকদের চ্যাম্পিয়ন হয় মেমারি ভি এম ইউনিট ২ হাই স্কুল। প্রতি বিভাগে বিজয়ী এবং বিজিতদের সুন্দর সদৃশ্য ট্রফি দেওয়া হয়। যে সমস্ত স্কুল এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছে তারা আগামীতে ডিস্ট্রিক্ট খেলাতে অংশগ্রহণ করবে বলে জানানো হয়।