পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল কে রুখে দিয়ে বিরোধী শক্তি হিসেবে কংগ্রেস-বাম তাদের জায়গা নিশ্চিত করতে পারে : অধীর রঞ্জন চৌধুরী
Bengal Times News, 22 July 2023
জগন্নাথ ভৌমিক, বহরমপুর : ২২ জুলাই বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় জাতীয় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীরবাবু বলেন, আমি অনেক আগেই বলে ছিলাম আজ অথবা কাল মমতা বন্দ্যোপাধ্যায় কে কংগ্রেসের কাছে আসতে হবে। কারণ কংগ্রেস ছাড়া বাঁচানোর কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কে কংগ্রেসের হাত ধরতে হবে। আসলে কংগ্রেস ছাড়া কোনও গতি নেই। ২০১১ সালে কংগ্রেসের ঘাড়ে ভর করে ক্ষমতায় এসেছিলেন। সোনিয়া গান্ধী সেদিন সহযোগিতা না করলে বাংলায় ক্ষমতায় আসতে পারতেন না। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিপদ চলছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষের মোহ মুক্তি ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। পশ্চিমবঙ্গের মানুষ তাঁকে বর্জন করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ তাঁকে বিশ্বাস করছে না। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে ফেলেছে তৃণমূল দল একটা ব্যক্তিগত পারিবারিক সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে। আজকে তাই তাঁর মনে হয়েছে কংগ্রেসের সঙ্গে হাত ধরতে হবে। তাই এখন তৃণমূলের সঙ্কটকালে রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে চলতে চাইছে। তবে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের লড়াই হবে।