বনমহোৎসব উদযাপন : একটি গাছ অনেক প্রাণ, মন্ত্রীর আহ্বান
Bengal Times News, 18 July 2023
জগন্নাথ ভৌমিক, হাটগোবিন্দপুর : অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে দিকে দিকে। পূর্ব বর্ধমান জেলাতেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যাক্তিগত উদ্যোগে ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত বৃক্ষ চারা প্রদান ও রোপণের মধ্যে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া চলছে। ১৮ জুলাই পূর্ব বর্ধমান জেলায় সরকারি ভাবে বনমহোৎসব উদযাপনের আয়োজন করা হয়। বর্ধমান ২ ব্লকের হাট গোবিন্দপুর মানগোবিন্দ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান হয়। 'অটুট থাকুক প্রাণের স্পন্দন, শান্ত পৃথিবীকে সবুজ অভিনন্দন' এই স্লোগানকে সামনে রেখে বনমহোৎসবের আয়োজন করা হয়। বর্ধমান ডিভিশনাল বন বিভাগের পরিচালনায় এদিনের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, সহসভাধিপতি দেবু টুডু, জেলা বনাধিকারিক নিশা গোস্বামী, বিধায়ক কুমার মালিক, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি তা গুপ্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ অশোক কুমার জোয়ারদার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত গাছমাস্টার অরূপ চৌধুরী, বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত এলাকার সমাজসেবী পরমেশ্বর কোনার প্রমুখ।
মঙ্গলবার দুপুরে মূল অনুষ্ঠান শুরুর আগে একটি র্যালি এলাকা পরিক্রমা করে। আদিবাসী নৃত্য ও মনোমুগ্ধকর পরিবেশ সচেতনতামূলক গীতি আলেখ্য পরিবেশিত হয়।
এদিন মন্ত্রী স্বপন দেবনাথ এর হাত ধরে প্রায় পাঁচশটি চারা বিদ্যালয় প্রাঙ্গণে রোপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মন্ত্রী ও অতিথিরা চারা গাছ রোপণের মাধ্যমে সেই পরিকল্পনার সূচনা করেন। মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছাত্র ছাত্রী ও সকলের উদ্দেশ্যে বলেন, 'একটি গান অনেক প্রাণ'। এই বার্তাই তিনি সর্বত্র ছড়িয়ে দেবার আহবান জানান। এই অনুষ্ঠানের মাধ্যমে বনবিভাগ, বিভিন্ন বিদ্যালয়, কলেজ, ক্লাব, নানা এনজিও সহ অন্যান্য সংস্থার মধ্যে মেলবন্ধন ঘটিয়ে একটি সুস্থ সামাজিক পরিবেশের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশকে আগামী প্রজন্মের কাছে সুরক্ষিত করার মানবিক প্রচেষ্টা চালিয়ে যাবার অঙ্গীকার করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে।
উল্লেখ্য বনমহোৎসব কে কেন্দ্র করে ১৭ জুলাই 'বসে আঁকো' প্রতিযোগিতা ও 'তাৎক্ষণিক বক্তৃতা' প্রতিযোগিতায় আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মূল বিষয় ছিল 'পরিবেশ' উপস্থিত ছিলেন বর্ধমান ডিভিশনের ডিভিশনাল ফরেস্ট অফিসার নিশা গোস্বামী। সহকারী বন আধিকারিক সোমনাথ চৌধুরী, রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস, তরুণ শিক্ষক কৃষ্ণেন্দু রায়, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী শিক্ষকবৃন্দ শ্যামল কুমার দাস, সুশান্ত দাস, মনোরঞ্জন সরকার, মিতা রায় সহ বিদ্যালয়ের শিক্ষিকা পিয়ালী সাহা, সুপ্রিয়া রায়, শমী মজুমদার, মিতু বালা, অমৃতা চ্যাটার্জী, সুচিস্মিতা দাস সহ অন্যান্য অনেকেই।
এই অনুষ্ঠানের মুখ্য আয়োজক 'বৃক্ষবন্ধু' সোমনাথ গুপ্ত জানান, বনদপ্তরের অকৃত্রিম সহযোগিতা ও বিদ্যালয়ে সকলের অক্লান্ত পরিশ্রম ছাড়া এ ধরনের অনুষ্ঠান করা একপ্রকার অসম্ভব ছিল। বনমহোৎসব কে সামনে রেখে বিদ্যালয় ও 'বৃক্ষবন্ধু সমন্বয়' দলের পক্ষ থেকে ও পাশাপাশি বন বিভাগ বর্ধমান এর পক্ষ থেকে সমগ্র জেলার বিভিন্ন প্রান্তে পরিবেশপ্রেমী মানুষকে বিদ্যালয়ের প্রাঙ্গনে এসে বিনামূল্যে বৃক্ষ চারা সংগ্রহ করার এবং পাশাপাশি তাকে বড় করে তোলার আবেদন জানানো হয়।