Amar Ekushe July
একুশে জুলাই শহীদ স্মরণে শ্রদ্ধা দিবসের সমাবেশ সফল করতে মহিলা তৃণমূলের মিছিল
Bengal Times News, 17 July 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : অমর একুশে জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় শ্রদ্ধা দিবসের অনুষ্ঠান সফল করে তুলতে আজ শহর বর্ধমানে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি আয়োজিত হয়। বর্ধমানের বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলে বহু মহিলা পা মেলান। মিছিলে নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত। ছিলেন বর্ধমান শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলপনা হালদার, বর্ধমান পৌরসভার কাউন্সিলর উমা সাঁই, সিমরণ বাল্মীকি সহ অন্যান্যরা।
শিখা দত্ত সেনগুপ্ত এদিন কার্জনগেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ডাকে বর্ধমান শহরের ৩৫ টি ওয়ার্ড এবং বিভিন্ন ব্লক থেকে মহিলারা কলকাতায় শহীদ স্মরণে শ্রদ্ধা দিবসের সমাবেশে যোগ দেবেন। সেই সমাবেশে প্রধান বক্তা জননেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।