World Bycycle Day
বিশ্ব বাইসাইকেল দিবসে পরিবেশ সচেতনতার বার্তা
Bengal Times News, 3 June 2023
অভিরূপ আচার্য, বর্ধমান : বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে শনিবার সাইকেল র্যালির আয়োজন করা হয় বর্ধমানে। সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে বর্ধমান ওয়েভ, কেয়ার অফ বর্ধমান এবং অঙ্কুরের উদ্যোগে এই র্যালি হয়। মোহনবাগান মাঠ থেকে এই র্যালি শুরু হয়ে সর্বমঙ্গলা মন্দির ক্যাম্পাসে এসে শেষ হয়। প্রায় ৩৮০ জন সাইকেল আরোহী র্যালিতে অংশ নেয়।
শেষে সর্বমঙ্গলাপার্কে এক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জী, স্বীকৃতি হাজরা সহ কাউন্সিলর চায়না কুমারি। ছিলেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস, রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির কনভেনার বিশ্বজিৎ মল্লিক। উদ্যোক্তাদের পক্ষে অনির্বাণ হাজরা, শৌভিক বিশ্বাস বলেন, সাইকেল র্যালির পাশাপাশি পরিবেশ সচেতনতা নিয়ে এদিন বার্তা দেওয়া হয়। রাস্তায় প্লাস্টিকের বোতল এবং পলিথিন কুড়িয়ে আনা হয়েছে। পরিবেশ দিবসের দিন এই প্লাস্টিক দিয়ে মডেল তৈরি করে প্রদর্শনী করা হবে।
এছাড়া ৩ রা জুন বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে জীবাশ্ম জ্বালানী থেকে হওয়া দূষণ ও প্লাস্টিক দূষণ রোধের বার্তা নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস একটি সাইকেল র্যালির আয়োজন করে।
এই র্যালিতে ৫০ জন সাইকেল আরোহী অংশগ্রহণ করে। সাইকেলিস্টরা হাতে দূষণ রোধের পোস্টার নিয়ে কল্পতরু মাঠ থেকে গোলাপবাগ হয়ে উদয়চাঁদ গ্রন্থাগারে পৌঁছে র্যালিটি শেষ করে। একই সঙ্গে রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করা হয়।এই কার্যক্রমে প্রত্যক্ষ সহযোগিতা করে সুইচ অন ফাউন্ডেশন।