Topper Falicitation
আইসিএসই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে জেলার মেধাদীপ্ত টপারদের সংবর্ধিত করলো বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন
Bengal Times News, 5 June 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার মেধাদীপ্ত ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানালো বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন। ৫ জুন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রিন্সিপাল ফাদার পল, বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক সাধারণ সম্পাদক রাজকুমার সাহানা সহ অন্যান্যরা। উল্লেখ্য এবছর পূর্ব বর্ধমান জেলার ছাত্র ছাত্রীরা মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং আই সি এস ই পরীক্ষায় জেলার নাম উজ্জ্বল করেছে। বিশেষ করে বর্ধমান সেন্ট জেভিয়ার্স এর ছাত্র সম্বিত মুখোপাধ্যায় আইসিএসই পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছে। আবার মাধ্যমিক পরীক্ষায় কাটোয়ার দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুল থেকে রাজ্যে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি এবং দ্বিতীয় হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র শুমম পাল। এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় পূর্ব বর্ধমান জেলা থেকে ১৭ জন ছাত্র ছাত্রী জায়গা করে নিতে সক্ষম হয়েছে। রাজ্যের মধ্যে মেধা তালিকায় পূর্ব বর্ধমান জেলা শীর্ষে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র রূপঙ্কর ঘটক রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে। পূর্ব বর্ধমান জেলা থেকে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় সাত জন জায়গা করে নিয়েছে।
৫ জুন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে মোট ২৫ জন কৃতিকে সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। এরমধ্যে দেবদত্তা মাঝি সহ ৩ জন অনুপস্থিত ছিল, বকি ২২ জন কৃতি ছাত্র ছাত্রী কে সংবর্ধিত করা হয়েছে। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা এবং জেলা পুলিশ সুপার কামনাশীর সেন সহ অন্যান্য অতিথিরা কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সম্বর্ধনা হিসেবে একটি শংসাপত্র পুষ্পস্তবক একটি ল্যাপটপ স্কুল ব্যাগ, মিষ্টির প্যাকেট এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতে একটি করে চারা গাছ প্রত্যেকের হাতে তুলে দেন।
এদিন আইসিএসই টপার সম্বিত মুখোপাধ্যায়, মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় শুভম পাল সহ মাধ্যমিকে মেধা তালিকায় থাকা অর্ক ব্যানার্জী, সায়িদ ওয়াসিফ, প্রনীল যশ, দেবরাজ হাজরা, ঈশান চন্দ্র বর্মণ ও অর্কদীপ গোস্বামী, রূপায়ন পাল, আফিফ জাহিন, ঋদ্ধীত পাল, শুভদীপ চপাদার, সামরিন আক্তার, সমিতা প্রামানিক, শবনম পারভীন, ঈশিতা ভট্টাচার্য, অঙ্কুর ঘোষ সংবর্ধিত হয়।
অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকার পঞ্চম স্থানে থাকা কাটোয়া মহকুমার মঙ্গলকোটের ক্ষীরগ্রামের অনন্যা সামন্ত। সপ্তম স্থানে থাকা বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের শুভঙ্কর ঘটক সহ দাঁইহাটের সংযুক্তা বিশ্বাস, জামালপুরের মোনালিসা পাল, কালনার সৌরশ্মী দাস, মেমারির অপূর্ব মন্ডল সংবর্ধিত হয়।
জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা এবং পুলিশ সুপার কামনাশীষ সেন বক্তব্য রাখতে গিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সকলেই অত্যন্ত মেধাবী। তবুও বলছি জীবনের লক্ষ্য ঠিক রেখে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে। তাহলেই সাফল্য পাবে।
বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুল মালেক বলেন, প্রতি বছরের মতো এবারও তাদের সংগঠন আইসিএসই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ টপারদের সংবর্ধনা জানানো হয়েছে। শুধু কৃতি সম্বর্ধনা নয়, সারা বছর রাইস মিলস অ্যাসোসিয়েশন জনসেবা মূলক নানা কাজ করে থাকে।
এদিনের অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চন সোম, সুব্রত মন্ডল, সুকুমার সাহানা, কামালউদ্দিন মন্ডল, হীরেন পাঁজা, মণীশ খান্ডেলওয়াল, গফুর আলি খান পলাশ সাহানা, আজিজ আমান সহ অন্যান্যরা।