Traffic Control
'ভাঙো ঘুঘুর বাসা' : জি টি রোডে ৫ ঘন্টা ট্রাফিক নিয়ন্ত্রণের নোটিশ
Bengal Times News, 2 June 2023
বেঙ্গল টাইমস নিউজ : জি টি রোডে বীরহাটা থেকে বর্ধমান পৌরসভার মোড় পর্যন্ত কোন কাজ থাকলে চট জলদি করে নিন। ১১ টা বাজলেই এই রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। আসলে বাম ছাত্র যুব সংগঠনের জেলা পরিষদ অভিযান কে কেন্দ্র করে সতর্ক পূর্ব বর্ধমান জেলা পুলিশ। আর সেই জন্যই ৫ ঘন্টা ট্রাফিক নিয়ন্ত্রণের নোটিশ পুলিশ দিয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বাম ছাত্র যুব সংগঠন 'ভাঙো ঘুঘুর বাসা' কর্মসূচিতে ২ জুন অর্থাৎ আজ পূর্ব বর্ধমান জেলা পরিষদ অভিযানের ডাক দিয়েছে। তাতেই তটস্থ জেলা পুলিশ প্রশাসন। বিগত দিনের অভিজ্ঞতাকে মনে রেখে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ জেলা পুলিশের কর্তারা। যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে লক্ষ্য রেখেই আগেভাগে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। রাস্তায় রাস্তায় গার্ডওয়াল, প্রচুর পুলিশ মোতায়েন, ব্যারিকেটের ব্যবস্থা যেমন করা হচ্ছে, পাশাপাশি এদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত যান চলাচলে রাশ টানা হচ্ছে। তবে এই ঘটনায় সাধারণ মানুষ যে সমস্যায় পড়বেন সেটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে যে সমস্ত মানুষজন শহরের এপ্রান্ত থেকে আরেক প্রান্তে বাস ধরতে যাবেন তাদের ভোগান্তি হবেই।
তবে বামেরা পুলিশের অতি সক্রিতা মোটে ভালো চোখে দেখছেন না। ছাত্র যুব আন্দোলনকে আটকাতেই পুলিশ এক কষছে।