Ex deputy Chief Minister
বিজেপি'র মহা জনসম্পর্ক কর্মসূচিতে বর্ধমান ঘুরে গেলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কবীন্দ্র গুপ্তা
Bengal Times News, 6 June 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী এক কথায় সারা ভারত জুড়ে বিজেপি নেতৃত্ব "মহা জনসম্পর্ক অভিযান" শুরু করেছে। সেই কর্মসূচিতে ৬ জুন বর্ধমান ঘুরে গেলেন বিজেপি'র কেন্দ্রীয় কমিটির নেতা তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী কবীন্দ্র গুপ্তা।
এদিন বিজেপির বর্ধমান জেলা কার্যালয় বিপ্লবী রাসবিহারী বসু ভবনের সভাকক্ষে একটি সাংবাদিক সম্মেলনও করেন জম্মু কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কবীন্দ্র গুপ্তা। গত ৯ বছরে কেন্দ্রের মোদী সরকার দেশের জন্য কি কি করেছেন সেই বিষয়ে আলোকপাত করেন। অনুপ্রবেশ, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা সহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সাংবাদিক সম্মেলনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এসএস আলুওয়ালিয়াও বক্তব্য রাখেন। তিনি ভুয়ো রেশন কার্ড, ভুয়ো স্কলারশিপ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করেন। তিনি অভিযোগের সুরে বলেন, তাঁর সাংসদ তহবিল থেকে বিভিন্ন প্রকল্পের অনুমোদন পাঠানো হলেও কোনও অজানা কারণে জেলা শাসকের দপ্তরে আটকে থাকছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে জম্মু কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কবীন্দ্র গুপ্তা, সাংসদ এস এস আলুওয়ালিয়া, বিজেপি'র রাজ্য সম্পাদক তথা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোরুই, বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা, বিজেপি'র রাজ্য নেতা দেবতনু ভট্টাচার্য এবং বর্ধমান জেলা ইনচার্জ কৃষ্ণ ঘোষ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনের পর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্ব্বমঙ্গলা মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন বিজেপি'র কেন্দ্রীয় নেতা কবীন্দ্র গুপ্তা ও সাংসদ এস এস আলুওয়ালিয়া।