Nomination papers submit
পঞ্চায়েত নির্বাচন : জামালপুরে শান্তিপূর্ণ ভাবে মনোনয়নপত্র জমা সম্পন্ন
Bengal Times News, 15 June 2023
অতনু হাজরা, জামালপুর : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য সারা রাজ্যে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জন্য মনোনয়নপত্র জমা পর্ব শেষ হলো আজ। গত কাল ও আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যর জন্য মনোনয়নপত্র জমা করা হয় । জামালপুর ব্লকে পঞ্চায়েতে ২৫৫টি ও পঞ্চায়েত সমিতির ৩৯ টি আসনে নমিনেশন সম্পন্ন হলো আজ। সকাল ১১ টার মধ্যে বিধায়ক অলোক কুমার মাঝি ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান এর নেতৃত্বে সকল দলীয় মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা করতে ব্লক অফিসে উপস্থিত হন। শান্তিপূর্ন ভাবেই মনোনয়নপত্র জমা পর্ব মিটেছে। প্রসঙ্গত ভোট ঘোষণার পর থেকেই জামালপুরে সি পি আই এম, বিজেপি ও কংগ্রেসে সহ সকল বিরোধী দলই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন আসনের জন্য নমিনেশন করেছে। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, তৃণমূল দল গণতন্ত্রে বিশ্বাসী। তাই বিরোধী সব দলই শান্তিপূর্ন ভাবে নমিনেশন করেছে।
মেহেমুদ খান বলেন গণতান্ত্রিক পরিবেশেই হবে ভোট। তাই সকল দলই তাঁদের মনোনীত প্রার্থীদের নমিনেশন করিয়েছেন এতে কোনো অসুবিধা নাই। আজ তাঁদের দলের পক্ষ থেকে নমিনেশন সম্পন্ন করা হলো। তিনি আরো বলেন শান্তিপূর্ন ভাবেই হবে পঞ্চায়েত নির্বাচন। ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার বলেন ছ'দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল তাঁদের নমিনেশন ফাইল করেছেন। কোনো রকম কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটেনি।