Trinamool Congress won Uncontested
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ টি পঞ্চায়েত সমিতি এবং ২৫ টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে
Bengal Times News, 16 June 2023
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস দুটি পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেসের দখলে আশা এই দুটি ৫০ সমিতি হল কাটোয়া মহাকুমার মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি এবং কেতুগ্রাম পঞ্চায়েত সমিতি।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৫ টি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।
বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির কুড়মুন গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস।
কেতুগ্রাম পঞ্চায়েত সমিতির আনখোনা, বেরুগ্রাম, আগরডাঙ্গা, জ্ঞানদাস কাঁদরা, মুড়গ্রাম গোপালপুর, রাজুর, পাণ্ডুগ্রাম এবং পালিটা গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে। এছাড়া জামালপুর পঞ্চায়েত সমিতির বেড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েত, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মধ্যমগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং কুসুমগ্রাম গ্রাম পঞ্চায়েত। আউশগ্রাম ১ পঞ্চায়েত সমিতির বিল্বগ্রাম গ্রাম পঞ্চায়েত। ভাতার পঞ্চায়েত সমিতির এরুয়ার গ্রাম পঞ্চায়েত। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সগড়াই গ্রাম পঞ্চায়েত।মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পালিগ্রাম গ্রাম পঞ্চায়েত, চানক গ্রাম পঞ্চায়েত, লাখুড়িয়া গ্রাম পঞ্চায়েত, গতিষ্ঠা গ্রাম পঞ্চায়েত, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েত, ঝিলু ১ গ্রাম পঞ্চায়েত, ঝিলু ২ গ্রাম পঞ্চায়েত, মাঝিগ্রাম গ্রাম পঞ্চায়েত, ক্ষীরগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং শিমুলিয়া ১ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে।