Madrasa Exam
মাদ্রাসা পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় সপ্তম স্থানাধিকারী মোহাম্মদ সাদ সম্বর্ধিত
Bengal Times News, 13 June 2023
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : পশ্চিমবঙ্গ মাদ্রাসা পরীক্ষায় এবছর রাজ্যের মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে বর্ধমান হাই মাদ্রাসা'র ছাত্র মোহাম্মদ সাদ। ৮০০ নম্বরের পরীক্ষায় সাদ ৭৬৩ পেয়ে রাজ্যের মেধা তালিকায় সপ্তম স্থানের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার সেরা হয়েছে। ইতিমধ্যে জেলা থেকে রাজ্যে সম্বর্ধিতও হয়েছে।
আজ বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে মোহাম্মদ সাদ -কে সম্বর্ধনা জানানো হয়। তাঁর হাতে পুষ্প স্তবক, শংসাপত্র, ল্যাপটপ, স্কুল ব্যাগ এবং মিষ্টির প্যাকেট তুলে দেন রাইস মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক। উপস্থিত ছিলেন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন এর কোষাধ্যক্ষ কাঞ্চন সোম সহ কিরণ শংকর মন্ডল, গফুর আলি খান, পলাশ সাহানা, মৌলি শংকর রায়, মোহাম্মদ সাদ এর কাকা শিক্ষক সৈয়দ আব্দুল্লাহ এবং অন্যান্যরা।
সম্বর্ধনা পেয়ে খুশি কৃতি ছাত্র মোহাম্মদ সাদ। সে জানায়, বর্ধমান হাই মাদ্রাসায় বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। অনুষ্ঠানের পর রাইস মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক, কোষাধ্যক্ষ কাঞ্চন সোম ও গফুর আলি খান বলেন, প্রতি বছরের এবছরও আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ জেলার কৃতি ছাত্র ছাত্রীদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়েছে। এক্ষেত্রে একটা বড় ভুল হয়েছিল। মোহাম্মদ সাদ এর নামটা বাদ পড়ে গিয়েছিল। সাংবাদিক বন্ধুরাই ভুলটা ধরিয়ে দেয়। আজ মোহাম্মদ সাদ - কে সম্বর্ধনা দিতে পেরে আমাদের ভালো লাগছে। ওর ভবিষ্যত জীবন সুন্দর হোক।